প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯) দুরন্ত তারুণ্য, দুরন্ত শাহবাগ
আমায় তুমি করে নাও আজ অন্তর্গত
লাল শয়তানের ফাঁসির উল্লাসে
আজ ভুলিয়ে দাও অন্তর্দহন
উত্তাল সময়ে যা আজ নির্লজ্জরকম ব্যক্তিগত...
wild and free
I can feel d sun...
show me d meaning, of being lonely...
...tell me why, i cant be there...where u r...
বৃহস্পতিবারের মাজেজা বলে কিছু আছে বৈ কি! এ রাত হল নিজস্ব। চাকরী নামের সোনার হরিণের ভয়ে এই রাত ভয়াল ঘুমে বিসর্জিত হয় না। এই রাতে আজ ঢুকে পড়েছে অতীত। আজ ঘুমাতে পারলে ভালো হত। কেরু অ্যান্ড কোম্পানী এখন কাজে আসে না।
মাদকপাতায় দম দিলে হাসি পায়।
দম দেয়া বন্ধও বটে। 'দোহাই লাগে, এ জিনিস খাবি না, খাইলে মনে করবি ামার সামনে বইসা খাইতাছস!', আজিব, যার দোহাই দেয়ার কথা,সে দ্যায় নাই, যার কথা না, সে দিয়া বইসা আছে।
চোখটা এত পোড়ায় কেন! ও পোড়া চোখ সমুদ্রে যাও...
সঞ্জীব দা, ভুল বলেছেন দাদা। সবাই সমুদ্রে যায়।
পোড়া চোখের সমুদ্রে যাবার দরকার কি!
সে নিজেই সমুদ্রের স্রোত আর মাতাল কান্না লিখে!
*
আমায় বদলাতে পারেনি কেউ। অথচ আমায় বদলে দিয়েছে এক নবজাতক। যে আপাত আমার কেউ নয়। অথচ আমার সমস্ত দখল করে আছে। আমার শুণ্য বিছানায় সে হঠাৎ কোত্থেকে এসে হামাগুড়ি দেয়।
ফিক ফিক করে হাসে। তার নরম হাত বাড়িয়ে দিলে ধরতে গিয়ে আমি ঘুম ভেঙে ফেলি।
এবঙ আমার অস্তিত্বের কাছে এসে থমকে গেলে আমি মুক্তগল্প লিখি। মুক্তগল্পে এবঙ ও অন্যান্য আমায় ক্ষোভহীন করে তোলে।
যেখানে শুরুর কথা বলার আগেই শেষ...
হ্যাঁ, বলার আগেই সব শেষ।
গড়ে উঠার আগেই ধ্বংস। আমি প্রলয় ছিলাম না, আমাকে প্রলয় বানানো হয়েছে।
একবার বল, নেই তোর কেউ নেই কেউ নেই...
*
ধুর ছাই!
আবেগ নাই আর। রাস্তার যত সস্তা হোটেলে আর যাওয়া হয় না।
ভালো।
অতি আবেগাক্রান্ত একজন সময়ের ফাঁদে কি দারুণ আবেগহীন।
কৃতজ্ঞতা জানবেন সময়বাবু।
যাই।
মাদকপাতার দোহাই বলবৎ থাকুক। চাইলেই ভাঙতে পারি, খুঁজে আনতে পারি, কিন্তু আনবো না।
কেরু কোম্পানীর পণ্যরে করুনা করা যাক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।