আমাদের কথা খুঁজে নিন

   

গুগল ক্রোমের স্পেশাল URL

নির্ভেজাল একটু সময়ের অপেক্ষায় আছি। :(

গুগল ক্রোমঃ সকল ইন্টারনেট ইউজারই আধুনিক ফিচারস সমৃদ্ধ এই ওয়েব ব্রাউজারের সাথে পরিচিত আছেন। এটি ব্রাউজার হিসেবে ব্যবহারের দিক দিয়ে ফায়ারফক্স এবং ইন্টারনেট এক্সপ্লোরারের পর তৃতীয় অবস্থানে আছে। গুগল ক্রোমের স্পেশাল ইউআরএল বা কমান্ডগুলো এড্রেসবারে লিখে কোনো ওয়েব এড্রেসে ঢুকার বদলে কিছু স্পেশাল পেইজ খুলতে পারেন। নিচে বিভিন্ন কমান্ড এবং এগুলোর ব্যবহার সম্পর্কে লেখা হল- about:appcache-internals – HTML 5 এ্যাপ্লিকেশন ক্যাশ ডায়াগনোস্টিক রিপোর্ট।

about:blank – নতুন একটি খালি ট্যাব ওপেন করবে। about:cache – ব্রাউজার ক্যাশ করা ফাইলগুলো দেখাবে। about:conflicts – নতুন প্রসেস এবং পুরাতন প্রসেসে করা মডিউল সমূহ প্রদর্শন করবে। about:crash – একটিভ ট্যাব বন্ধ করবে। about:credits – ব্রাউজারটি নির্মানে যারা কাজ করেছে, এবং যেই সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর লিংক দেখাবে।

about:dns – ডিএনএস প্রি-ফ্যাচিং ডায়াগনোস্টিক রিপোর্ট দেখাবে। about:gpu – গ্রাফিক্স কার্ডের প্রোপার্টিজ দেখাবে। about:histograms – বিস্তারিত ট্যাকনিকাল প্রোপার্টিজ দেখাবে। about:inducebrowsercrashforrealz – গুগল ক্রোম ব্রাউজার বন্ধ হয়ে যাবে। about:memory – ক্রোম চলতে ব়্যামে কতটুক জায়গা ব্যবহার হচ্ছে।

about:net-internals – নেটওয়ার্কের নানান অবস্থা বিস্তারিত দেখাবে। about:flags – এইটা না-কি এখনো এক্সপেরিমেন্টাল অবস্থায় আছে। তাই কোনো বিবরণ নাই। about:plugins – ইন্সটল করা সব প্লাগিনের লিস্ট দেখাবে সাথে সাথে সেগুলো ডিজ্যাবল/ এনাবল করতে দিবে। (শুধুই প্লাগিন, এক্সটেনশন না।

) about:shorthang - একটিভ ট্যাবকে কিছুক্ষণের জন্যে হ্যাং করে দিবে। about:sync – ক্রোম সার্ভারের সাথে অফলাইন ডাটা সিনক্রোনাইজেশন ইঞ্জিন দেখাবে। about:tcmalloc – পূর্ববর্তী লোড করা পাতার স্ট্যাট দেখাবে। about:terms – টার্মস এন্ড কন্ডিশন। about:version- আগের ভার্সনসমূহের লিস্ট দেখাবে।

chrome://bookmarks – বুকমার্ক ম্যানেজার। chrome://downloads – ডাউনলোড ম্যানেজার। chrome://extensions – একটেনশন ম্যানেজার। chrome://history – পেইজ হিস্টোরি। chrome://print – প্রিন্ট প্রি-ভিউ।

chrome://view-http-cache – ক্যাশ করা ফাইল সমূহ। (HTTP 5 ছাড়া। ) view-cache:নির্দিষ্ট ইউআরএল – কোনো নির্দিষ্ট এড্রেসের ক্যাশ করা ফাইল দেখাবে। view-source:নির্দিষ্ট ইউআরএল – কোনো নির্দিষ্ট ইউআরএল'এর সোর্স কোড দেখাবে। about:about - উপরের কোডগুলোর ইংলিশ বর্ণন দেখাবে।

উইন্ডোজ ডাউনলোডঃ Click This Link লিনাক্স ডাউনলোডঃ Click This Link ম্যাক ডাউনলোডঃ http://www.google.com/chrome?platform=mac

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.