আমাদের কথা খুঁজে নিন

   

জেেন িনন - টম অ্যান্ড জেরি

সদা সত্য কথা বলেত চাই এবং শুনতে চাই ....

* ১৯৩০ সালের শেষের দিকে এমজিএম অ্যানিমেশন স্টুডিওতে কাজ করতেন গল্পলেখক ও চরিত্র-রূপায়ক উইলিয়াম হানা আর পরিচালক জোসেফ বারবারা। টম অ্যান্ড জেরির কার্টুন সিরিজটির প্রধান প্রতিষ্ঠাতা এ দুজনই। নীলাভ-ছাই রঙের পোষা বিড়াল টম আর বাদামি রঙের ছোট ইঁদুর জেরির এ কার্টুন সিরিজের প্রধান দুই চরিত্র। * সিরিজটির অন্যান্য কয়েকটি চরিত্র হচ্ছে বাচ (গলিতে থাকা কালো এক বিড়াল), স্পাইক (ভয়ংকর রাগী দারোয়ান বুলডগ), জেরির দত্তক নেওয়া ছোট্ট ইঁদুর নিবলস (পরে যার নাম হয় টাফি, আবার কারও মতে টেরি), স্পাইকের সন্তান টাইক, হাঁসের ছানা কোয়াকার এবং জেরির মামা পেকোস। * টম অ্যান্ড জেরি শুরু করার আগে হানা ও বারবারা পাস গেটস দ্য বুটস নামের একটি কার্টুন বানিয়েছিলেন, যা থিয়েটার-মালিকদের কাছে বেশ জনপ্রিয়তা পায়। * হ্যানা ও বারবারা জুটি মিলে ১৯৪০ থেকে ’৫৮ সাল পর্যন্ত সিরিজটি পরিচালনা করেন। এই সময়ে তাঁরা মোট ১১৪টি পর্ব তৈরি করেন। * ১৯৬০ সালে এমজিএম সিদ্ধান্ত নেয়, তারা আবার টম অ্যান্ড জেরির নতুন পর্ব তৈরি করবে এবং প্রযোজক উইলিয়াম স্নাইডার এ লক্ষ্যে চেক বংশোদ্ভূত অ্যানিমেশন ডিরেক্টর জেনে ডিচের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন। ওয়েবসাইট অবলম্বনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.