এখানে গাধাদের প্রবেশ করা নিষেধ
তুমি চাইলে অনেক কিছুই হতে পারো
পৌরানিক গল্পের আকাশে ঝুলে থাকা দৈবিক চাদ
কিংবা সমুদ্রের শীতলতায় নিঃসংগ খুব বেশি প্রাকৃতিক এক চাদ ।
মরুভুমির বুকে পথ হারা পথিকের
বেচে থাকার একমাত্র আশ্বাস হতে পারো তুমি ।
হতে পারো শত-সহস্র অজর কবিতার উৎস
কালজয়ী সব শিল্পের প্রেরনা ।
তুমি চাইলে পৃথিবীর সবচেয়ে তৃপ্ত
তরুনটিকেও দাড় করাতে পারো নিঃস্বতার দ্বারপ্রান্তে ।
তুমি না চাইলেও আমার কাছেই এসে পরো ,
শেষ রাত্রিতে দেখা খয়েরি রঙের স্বপ্নে কিংবা কল্প-লোকের এক গল্পে ।
কিন্তু তুমি যদি আসতে সাধারন হয়ে
জানা শোনা দৈনন্দিন জীবনে,বিকালে চায়ের কাপে ,
একেবারে আমার ছুয়ে দেয়া দুরত্বে,
আমাকে তোমার অভিমানের কারন হতে দিতে
কিংবা তোমার ভাবনার রাজ্যের একজন করতে ।
তবে আর আমি সরীসৃপদের রাজপুত্র হওয়ার নিরর্থকতায় জড়াতাম না,
আমি এই উষ্ণ মন্ডলের উষ্ণতায় শ্রমিক হয়েই থেকে যেতাম,
আমি হয়তো চাদের সৌন্দর্য দেখে দেখে ঘাড়ে ব্যাথা হতে দিতাম
তবুও ক্লান্ত হতাম না কখনোই ,যেতে চাইতাম না শীত নিদ্রায়।
(কবিতায় ছন্দ আমি পছন্দ করিনা যারা পছন্দ করেন তারা ছড়া পড়বেন ,কবিতা না।আর গর্ধব গন কবিতা হতে সাবধান,খুব সহজ কিছু লিখতে মন চাইছিলো তাই লিখলাম সরল কবিতা)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।