ক্রমিক খুনি বন্ধু তুমি
হৃদয় করো খুন/
অকারণে হৃদয় বনে
জ্বালাও রে আগুন ।
কত হৃদয় ভেঙ্গেচুরে
করেছ চুরমার/
হৃদয় ভাঙ্গার খেলায় হয়না
তুলনা তোমার ।
ছলনার নীল বিষে ভরা
তোমার নিঠুর মন/
তোমায় বিশ্বাস যে করেছে
নষ্ট তার জীবন ।
কারণ তুমি ক্রমিক খুনি
হৃদয় করো খুন/
অকারণে হৃদয় বনে
জ্বালাও রে আগুন...।
রূপের নেশায় পাগল করে
বশীকরণ করো/
হৃদয়টাকে টুকরো করো
প্রাণে নাহি মারো ।
কারণ তুমি ক্রমিক খুনি
হৃদয় করো খুন/
অকারণে হৃদয় বনে
জ্বালাও রে আগুন...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।