* আমি খুজে বেড়াই নিজেকে *
আজও আসতে হলো মগবাজারের উপর দিয়ে, কিন্তু কি দেখলাম।
গাড়িটা ট্রাফিক জ্যামে আটকে গেলো ১৫-২০ মিনিট। হঠাৎ শুনি গোংগানির, তাকিয়ে দেখি একটা ছাগু কান্তে কান্তে সেই গলি থেকে বের হচ্ছে..
পরে দেখলাম ছাগুটা একটা বৈদ্যুতিক পিলারের কাছে দাঁড়ালো। তারপর পরার পাজামা খুলে ফেললো। টাসকি খাইলাম আরে..... করে কি করে কি এই খোলা ময়দানে পাজামা খোলে কেনো? কিন্তু না পাজামা খোলার পরে দেখি লুংগি আছে ভিত্রে।
এবার লুংগি টা কাছা বাইন্ধা নিলো শক্ত করে। এবার দেখি আমারে অবাক করে বৈদ্যুতিক পিলার বেয়ে উপরে উঠে গেলো একেবারে বৈদ্যুতিক তারের কাছে। তারপর যা দেখলাম তা নীচের ছবিতে দেখলেই বুঝবেন সবাই।
কেনো জানি একটু মায়া হলো তাদের জন্য, আহা এমন খাটুনি দিলো তার পরেও এই অবস্থা।
আমি আর মগবাজারের উপর দিয়ে আসুমনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।