আমাদের কথা খুঁজে নিন

   

ড্রুপাল (Drupal) য়ে বাংলা লেখা নিয়ে সাহায্য দরকার, কেউ কি আছেন?



ড্রুপাল দিয়ে একটা সাইট বানাতে চেষ্টা করছি, সবচেয়ে যে বড় সমসসাই পরছি তা হলো, এখানে কিভাবে বাংলা এডিটর যোগ করব. এই লিঙ্ক লেখা টি পড়ে যদিও যোগ করতে পেরেছিলাম কিন্ত সমসসা করতেছে: ১) Tinymce এনাবল থাকলে পোস্ট পাবলিশ হয় না। ২) ডিফল্ট অবস্থায় tinymce editor দেখায় না, বার বার enable, disable করার পর কাজ করে। ৩) টাইটেল যে বাংলা লেখা যাই না। কারো যদি দ্রুপাল দিয়ে কাজ করার experience থাকে আমাকে একটু হেল্প করুন. বাংলা লেখার সিস্টেম তা somewhereinblog / sonarbangladesh এর মত হলে ও চলবে. এই জন্য তো মনে হই বাংলা কোডিং করা আছে, শুধু ড্রুপাল যে যোগ করব কিভাবে..? আপনার মতামত দিয়ে ও সাহায্য করতে পারেন। ধন্যবাদ সবাইক.

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।