বাধা পেলেই সৃষ্টি হয় গণজোয়ার।
পুঁজিবাজারের দরপতনের জন্য ইউনিপে টুকে দায়ী করলেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা শেয়ারবাজারের কারসাজির সঙ্গে দায়ী কাউকে ছেড়ে দেব না। ইউনিপেটু ইউ মানুষকে এক সপ্তাহে দ্বিগুণ লাভ দেওয়ার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ নিয়ে যাচ্ছে। আমরা তাদেরকেও ধরব। ’ তিনি অভিযোগ করে বলেন, ‘ইউনিপে টু ইউ শেয়ার বাজারে বসে অল্প সময়ে অর্থ দ্বিগুণ করে দেওয়ার লোভ দেখিয়ে বিনিয়োগকারীদের টাকা তাদের কাছে নিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম স্টক একচেঞ্জে বসে তারা এ কাজ করছে বলে প্রমাণ আছে। আমরা তাদেরকে ধরব। ’
কিন্তু এখন এসব বলে আর কি হবে? টাকা যা যাবার তাতো চলে গেছে। এখন বরনহ দুপক্ষই ক্ষতিগ্রস্ত হবে। অথচ এই ইউনিপে সহ আড়ো তিনটি মলম ব্যবসা নিয়ে ব্লগে কম লেখা হয়নি।
সামান্য ব্লগার হয়ে পুচকে পোলাপাইন এ ব্যাপারে আগেই শংকা জানালো আর তুমি ডিজিটাল মন্ত্রী হইয়াও বুঝলানা। সব ভানুমতির খেল। নাকি তোমার পকেটেও কিছু পড়েছে!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।