আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় ( উৎসর্গঃ ফেলানী কে)

দেশপ্রেমের স্রোতে ঘুরে ফিরি

(আমরা হাসি মুখে একটি শিশুকে হত্যা করি! অথচ অনুশোচনা নেই, আছে কেবল গৌবরের আস্ফালন) ফেলানী ও ফেলানী মা এমন আয়েস করে এখনও ঘুমায় কেউ! দেখ্ তোর সখীরা এসেছে।..... এসো মা তোমরা ভিতরে এসো সখীরা ফেলানীর রুমে হুরমুর করে ডুকে পড়ে... ওদের হাতে সবুজ মেহেদী পাতা এখনি পাটায় পিষে মিহি করে ফেলানীর হাতকে রাঙ্গিয়ে দিবে লাল টকটক করে। কি সখি এই আনন্দের দিনে এখনো উঠিস নি! বান্ধবীরা ফেলানীর শিয়রে দাড়ায় ভেঙচি কেটে বলে ঘুমো আরও ঘুমো শশুর বাড়িতে কাক ডাকা ভোরে জাগতে হবে তখনতো আর ঘুমোতে পারবি নে! ফেলানী পাশ ফিরে বান্ধবীদের মুখোমুখি হয় -আমাদের আবার ঘুম! ঘুম পাড়ানো মাসিপিসি জীবন সংগ্রামের কালো ধোয়ায় গরীবের গৃহ ছেড়ে সেই কবেই তো পালিয়েছে এখানে তো কেবল ঘুমের রাজ্যে শীতের আনাগোনা আর বড় জোর ঋতুর বিপরীতে গরমের হাসিঠাট্টা। সে যাগগে সখী ফেলানীর মুখটা মূহুর্তেই খুশীতে টইটম্বুর হয়ে নতুন প্রসঙ্গের সূচনা করে এই দেখ্ দেখ‌্ কি চমৎকার থালা সেটটা কালকে কিনেছি! ওইযে খন্দকার চাচার মেলের পাশ থেকে বস্তা থেকে ছিটকে পড়া কিছু চাল কুড়িয়ে ছিলাম না? ওগুলো খাই নি। মা বলল পান বিক্রির কিছু টাকা দিয়ে আর চালগুলো বিক্রি করে এক সেট থালা বাসন কিনে আন‌্ ঘরে তো মেহমানদের খাবার দেবার মত কিছুই নাই। নইলে পাছে তোর শশুর বাডীর কুটুমরা আমাদের অভদ্র জানবে যে! তাইতো দাদাদের গঞ্জ থেকে এসব কিনে আনলাম কি চমৎকার তাইনা! কিন্তু জানিস দাদারা আমার চাউল ন্যায্য দামে কিনতেই চায়না! তাই বাধ্য হয়ে সস্তায় দিয়ে এলাম বেশী দামে বিক্রি করতে পারলে এ যাত্রায় কানের বালা দুটোও কিনতে পারতাম!! হইছে হইছে এখন উঠ্ হাতে মেহেদী দিতে হবে জামাই বাবু তো বুঝি মুখে রুমাল গুজে জলদি এসে গেল! ফেলানী ঘুম থেকে উঠে বাইরে ইতিমধ্যে বসেছে গীতের আসর পাড়ার মহিলারা বেশ মজেছে তাতে। কেউ কেউ ফেলানীকে একবার দেখতে ভীড় করছে বাড়ির আঙ্গিনায় ধীরে ধীরে পুরো বাড়িটি সরগরম হয়ে উঠে। কলাগাছের গেটটা পার হয়ে একসময় বর ডুকে কণের বাড়ির আঙ্গিনায় মূহুর্তেই হর্ষ ধ্বনীতে মুখোরিত হয়ে উঠে চারদিক বেজে উঠে বিয়ের সানাই...... ........এসব ভাবছে আর চোখের জল ছেড়ে হাউমাউ করে কাঁদছে সামিনা। কি দোষ ছিল ওর! তোমরা কেন কেড়ে নিলে ফেলানী কে কেন মেহেদী দেয়া হল না ওর কমল হাতে আমার বান্ধবীকে ফিরিয়ে দাও!!!!!! বাকরুদ্ধ ফেলানীর বাপ চেয়ে থাকে লাশের দিকে হঠাৎ কানে এসে ধাক্কা দেয় আব্বা একটু আস্তে হাটো আমার হাটতে কষ্ট হচ্ছে! মা এই আর একটু কাটা তারটার পরেই তো বাড়ি একটু কষ্ট করে হাটো বাড়িতে পৌছে বিশ্রাম নিবে। ফেলানীর আর হাটা হয় না ফেরা হয়না মার কোলে কেবল ফিরে আসে -তোমরা কোথায়? পানির পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে একটু পানি দাও, একটু পানি একটু পানি...একটু পানি.... পাশেই কিছু খেক শিয়াল দাত উচিয়ে ধেয়ে আসে পানির বদলে রক্ত তুলে দেয় মুখে.. নিস্তেজ হয়ে পড়ে ফেলানী! এখন ফেলানীর বিদায় বেলা ভিড় জমেছে লাশটি ঘিরে পাড়ার প্রতিবেশী বান্ধবীরা, খেটে খাওয়া গ্রাম বাসী কিছু তরুন-তরুণী, সাংবাদিক.. কেবল নেই পাশের বাড়ির খন্দকার সাহেব আর রায় বাহাদুর..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.