চুরি করতে গিয়ে ফাঁদে আটকা পড়ার কাহিনী। যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের বেলেফন্ট শহরে এক বাড়িতে চুরি করতে গিয়ে তালাবদ্ধ অবস্থায় তিন দিন কাটানোর পর উদ্ধার পেতে শেষ পর্যন্ত পুলিশকে ফোন করতে বাধ্য হয় এক চোর। তিন বোতল জিন এবং দুই বোতল হুইস্কি খেয়ে লোকটি তিন দিন বেঁচে ছিল। জরম্নরী ফোন পেয়ে পুলিশ যখন তাকে উদ্ধার করে তখন লোকটি ছিল মাতাল অবস্থায়। মাতলামি দূর করার জন্য ৪৪ বছর বয়সী জন ফ্লিঞ্চ নামের লোকটিকে একটি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, লোকটির বিরম্নদ্ধে একই বাড়িতে এক বছরের কম সময়ের মধ্যে দু'বার চুরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।