আশংকাটা এই রকমই ছিল। কুত্তাগুলি পাগল হইয়া যাইবে। ভাদ্রর মাস আইলে কুত্তাগুলি এমনই হয়। ‘মেশিনম্যান’কে বাচানোর জন্য কুত্তারা গেছে পাগল হইয়া ।
জামাত শিবিরের তাণ্ডব নতুন না।
তারা এর আগেও সারা দেশে ভাংচুর, অগ্নিসংযোগ, বোমাবাজি, কোপাকুপি কম করে নাই। তাদের হামলায় একের পর এক বহু পুলিশ সদস্য আহত হয়েছে। আজ নিহত হয়েছে দুই জন পুলিশ সদস্য।
মাত্র তো শুরু। পাগলা কুত্তারা আরও মরণ কামড় দিবে।
শনিবার বিক্ষোভ এবং রবি ও সোমবারের হরতালে তারা কামড়া কামড়ি করতেই থাকবে। কুত্তার কাম তো কুত্তা করবেই।
জেএমবি নামের এক পাগলা কুত্তার দল তারা তৈরি করেছিল। সেই পাগলা কুত্তাদের অনুরূপ বোমা হামলাও শুরু হইয়া যাইতে পারে। তারা সরকারী বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন, রেলস্টেশন, ট্রেন, বাস, বিচারালয়, প্রজন্ম চত্বরসহ নানা স্থানে আত্মঘাতী হামলা চালাইতে পারে।
তাই কুত্তার কামড়ে মরার আগে কুত্তা নিধন করেন।
পাগলা কুত্তার উপদ্রব হইলে পৌরকর্মীরা বড় সাইজের ‘মেশিন’ নিয়া বাইর হন। কুত্তার গলায় চাপ দিয়া ইহলীলা সাঙ্গ করা হয়। এখন এই সব পাগলা কুত্তারেও সেইভাবে নিধন করতে হবে। পাগলা কুত্তার উপদ্রব কমানোর জন্য এদের দেখামাত্র নিধন করার আবেদন জানাই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি।
নইলে আপনারাই প্রথম কামড় খাবেন।
পাগলা কুত্তা জাশি হইতে সাবধান। এরা যারে পাবে তারে কামড়াবে।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।