স্বপ্ন ছুঁয়ে
চুপ করে দাঁড়িয়েছিলাম আমি,
সকালটা শীতের, উত্তরের বাতাস যেন প্রতিযোগিতায় নেমেছে সূর্যের সাথে,
সূর্যটাকে অসহায় লাগছে , লাগছে আমার মতই অস্তিত্ত্বহীন,
ছুটে চলা শহর সময়ের হাত ধরেই ছুটছে নিত্যদিনের মত,
আমি শুধু সেভাবেই দাঁড়িয়ে আছি, যেমন ছিলাম সেদিন,
কেন যে দিনটার কথা বার বার মনে পড়ছে,
তোমার হাতে ছিল নীল চুড়ি, আর মুখোমুখি এই অগোছাল আমি,
সেই দিন-যে দিন শুরু হয়েছিল আমাদের গল্পটা,
গল্পটা ছিল ঠিক তোমার হাসির মতই মুগ্ধতায় ভরা,
আর স্পর্শগুলোতে ছিল তোমার উদাসী দৃষ্টির আকুলতা,
এই বুঝি ভালোবাসা?, অচিন্ত্যনীয় ভাল লাগায় বিহবল আমি,
জোছনা ধোয়া আলোয় ছায়া শুধু তোমারই,
তাইতো আমি দাঁড়িয়ে আছি সেখানেই,
যেখানে আজ গল্পটা শুধু আমার, আমাদের নয়,
নির্জন পথটায় ফিরে যেতে পা বাড়াই,
কিন্তু আকাশি নীল শাল জড়ানো কে আসছে খুব ধীরে?
"তুমি কেন এতটা পাগল?", স্পর্শটা বোঝার আগেই শুনতে পাই কথাটা,
মৃদু হেসে যেন আমার সুতীব্র বিস্ময়টাকে ফিরিয়ে দাও আমার কাছেই,
"গল্পটা আমাদের", হাতে হাত রেখে বল তুমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।