আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগসম্পর্কিত গবেষণা-প্রবন্ধ ও 'দিনমজুর' নিক নিয়ে বিভ্রান্তি

সঙ্গে সাহিত্যের সুবাস ...

ফাহমিদুল হক ও আ-আল মামুন সম্পাদিত যোগাযোগ ও সংস্কৃতি বিষয়ক পত্রিকা 'যোগাযোগ'-এর ১০ম সংখ্যায় (জানুয়ারি, ২০১১) “বাংলা ব্লগ কমিউনিটি: মতপ্রকাশ, ভার্চুয়াল প্রতিরোধ অথবা বিচ্ছিন্ন মানুষের কমিউনিটি গড়ার ক্ষুধা” শীর্ষক এক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে যার গবেষক-প্রবন্ধকার আমি। এই প্রবন্ধে আমি লিখেছি: "দিনমজুর নিকটি রাজনৈতিক ব্লগিং এর জন্য সবার কাছে শ্রদ্ধেয় হয়ে ওঠেন। বামপন্থী মতাদর্শের এই ব্লগার সাম্রাজ্যবাদ, কর্পোরেট বিশ্বায়ন ইত্যাদির বিরুদ্ধে তথ্যমূলক ও বিশ্লেষণী লেখা লিখে সবার আস্থা অর্জন করেন। পরে জানা গেছে এই নিকটি সমমনা তিন বন্ধু মিলে চালাতেন। মতের মিল দীর্ঘস্থায়ী হয় নি, এখন এই নিকের পিছনে আছেন কেবল অনুপম সৈকত শান্ত।

" কিন্তু ইমেইল মারফত, ব্লগার দিনমজুর এই তথ্যের প্রতিবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন: "আমরা দিনমজুর নিক নিয়ে আপনার এই বিভ্রান্তিমূলক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। এখানে দিনমজুর নিক সম্পর্কে “পরে জানা গেছে এই নিকটি সমমনা তিন বন্ধু মিলে চালাতেন” কথাটুকু বলে আপনি রহস্য উদঘাটনের একটা ভাব করেছেন অথচ আমরা শুরু থেকেই বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্যে পরিস্কার করে বলেছি এই নিকটি অনুপম সৈকত শান্ত, মাহবুব রুবাইয়াত ও কল্লোল মোস্তফা এই তিনজন মিলে চালায়। যে তথ্য দিনমজুর নিজেই উন্মুক্ত করেছে সেটাকে দিনমজুর “পরে জানিয়েছে” না লিখে পরে “জানা গেছে” বলার মানে কি? নীচের লিংক এ দেখেন ২০০৮ এর ৮ সেপ্টম্বের এর একটা মন্তব্যে(১২ নং মন্তব্য) আমরা বলেছি: “আসলে এই ব্লগটি আমরা তিনজন মিলে চালাই ( কল্লোল মোস্তাফা, অনুপম সৈকত শান্ত এবং মাহবুব রুবাইয়াত)”: Click This Link এই বিভ্রান্তির জন্য আমি গবেষক হিসেবে আন্তরিক দুঃখপ্রকাশ করছি। বিভ্রান্তিকর তথ্যপ্রদানের জন্য গবেষক হিসেবে আমি দায় স্বীকার করছি।

আশা করি ঐ প্রবন্ধের পাঠক, দিনমজুর নিক সম্পর্কিত তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না। প্রিয় ব্লগার দিনমজুরের কাছেও এজন্য মার্জনা প্রার্থনা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।