আমাদের কথা খুঁজে নিন

   

প্রভিন্সত্যাগকারী উদ্যোক্তা অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কানাডা



প্রভিন্সত্যাগকারী উদ্যোক্তা অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কানাডা নতুনদেশ ডটকম উদ্যোক্তা ক্যাটাগরিতে কানাডায় এসে ভিন্ন প্রভিন্সে আবাসস্থাপনকারী অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে কানাডা সরকার। নির্দিষ্ট একটি প্রভিন্সের উদ্যোক্তা ক্যাটগরিতে অভিবাসন নিয়ে অন্য প্রভিন্সে বসবাসকে ‘প্রতারনা’ হিসেবে চিহ্নিত করছে ইমিগ্রেশন কানাডা। শিগগিরই এদের সতর্ক করে দিয়ে চিঠি পাঠানো হবে। শাস্তি হিসেবে ‘পারমানেন্ট রেসিডেন্টশীপ’ও বাতিল হতে পারে বলে জানা গেছে। ইগ্রেশন কানাডা প্রবর্তিত নতুন ‘সিটিজেনশীপ অ্যাণ্ড ইমিগ্রেশন কানাডা অপারেশনাল গাইডলাইনে’ এই বিধিবিধান অন্তর্ভক্ত করা হয়েছে।

ইমিগ্রেশন আইনজীবীরা অবশ্য বলছেন, এটি একটি চলমান প্রক্রিয়া। জানা গেছে, প্রতিটি প্রভিন্স তাদের নিজস্ব চাহিদা অনুসারে উদ্যোক্তা ক্যাটাগরিতে অভিবাসী বাছাইয়ের জন্যে নীতিমালা তৈরি করে সেই আলোকে প্রার্থীদের যাচাই বাছাই করে। ফেডারেল কর্তৃপক্ষ স্থায়ী বাসিন্দা হিসেবে ভিসা ইস্যূ করলেও মূল বাছাই কাজটি হয় প্রভিন্সের চাহিদার আলোকে। কিন্তু বিপুল সংখ্যক উদ্যোক্তা অভিবাসী এক প্রভিন্সে এসে কাগজপত্র নিয়ে কিছুদিন বসবাস করার পর অন্য প্রভিন্সে চলে যায়। প্রাপ্ত তথ্যে দেখা যায়, ৫ বছরে অভিবাসন নিয়ে কানাডায় আসা প্রায় ১ মিলিয়ন অভিবাসীর১১ শতাংশ অন্য প্রভিন্সে চলে গেছে।

প্রায় ২৪ হাজারেরও বেশি (১৪ শতাংশ) কুইবেকের জন্যে মনোনীত হলেও পরবর্তীতে তারা অন্য প্রভিন্সে বসবাস শুরু করেছে। জানা গেছে, উদ্যোক্তা অভিবাসী হিসেবে কুইবেকে এসে অন্য প্রভিন্সে বসবাসের জন্যে চলে যাওয়া কিংবা অন্য প্রভিন্সের ডাক ঠিকানা আছে এমন অভিবাসীদের তালিকা করতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে ১৬ অক্টোবর ২০০৬ এর পর কুইবেকে উদ্যোক্তা হিসেবে আসা অভিবাসীদের এই মনিটরিং এর আওতায় আনা হচ্ছে। উল্লেখ্য, কুইবেকে উদ্যোক্তা অভিবাসী হিসেবে মনোনয়ন পেতে একজন আবেদনকারীকে প্রভিন্সে ব্যবসারত কোনো কোম্পানির ২৫ শতাংশের মালিকানা এবং ১০০ হাজার ডলারের বিনিযোগ থাকতে হবে। তাদের কেবল এই ব্যবসা প্রতিষ্ঠানের দৈনন্দিন কর্মকাণ্ড পরিচালনা করাই নয়, প্রথম তিন বছরের অন্তত এক বছর সংশ্লিষ্ট প্রভিন্সে বসবাস করতে হয়।

কুইবেকে প্রভিন্সত্যাগকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করলেও পর্যায়ক্রমে সারা দেশেই এই অভিযান শুরু হবে। কোন প্রভিন্সে কতোজন অভিবাসী আসছে তার ভিত্তি করে ফেডারেল সরকারও আর্থিক সহায়তা দেয়। http://www.notundesh.com/shirshokhobor.html

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।