আমাদের কথা খুঁজে নিন

   

সুখভুক এঁঙতূরাক-একটি অবৈজ্ঞানিক স্বল্পকাহিনী

ছাইপাশ

: বাবা, কাল তো স্কুল ছুটি, চলনা বেড়াতে যাই? : কাল যে আমার একটা জরূরি মিটিং রে মা, অনেক বড় একটা কনট্রাক্ট : সব ছুটির দিনেই তোমার এরকম মিটিং থাকে কেন বাবা, এর আগের ছুটিতে বললাম তখনও তোমার মিটিং.... : মন খারাপ করেনা মা, তোর জন্য নতুন গেম্‌সের সিডি আর খেলনা নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে, এবার আমরা বিদেশে যাব বেড়াতে কেমন? : হয়েছে থাক, মেয়েকে আর এইসব মিথ্যে প্রবোধ দিওনা : আচ্ছা তুমিতো পার কাল মেয়েকে নিয়ে একটু বেরিয়ে আসতে? আমি গাড়ি পাঠিয়ে দিব : আমার বুঝি কোন কাজ নেই, কাল আমাদের ঐ বুটিকের শোরুমের লোকাশান দেখতে যাব। তোমার আশায় বসে থাকলে ইহ জীবনে কোন উন্নতি হবেনা। আর তোমার যে গাড়ি, এসি টা তো যখন তখন সমস্যা করে... : হুম, আচ্ছা যাও নতুন গাড়িও হবে : নতুন গাড়িই বুঝি সমাধান! তবুও তোমাকে পাবনা তাই না? : বোঝোই তো, আমার এত সময় কোথায়? : আম্মুউউউ..... !!! বাবাআআআ....... : কি হয়েছে, কি হয়েছে মামনি!!!?? : দেখ ঐটা কি : তাইতো! নড়া চড়াও করছে, পেছনে আস আমি একটা লাঠি নিয়ে আসি : জনাব, আমি অতি নিরীহ, আমাকে আঘাত করবেন না প্লিজ : আরে, এ তো কথা বলে? এই কে তুই.... : আমি সুখভুক রাজা এঁঙতূরাক এর সামান্য ভৃত্য : মানে? : আমাদের রাজার নাম এঁঙতূরাক। রাজ্যটা এই জগতের বাইরে।

অনেক দুরে। পৃথিবীর মানুষের নিষ্পাপ সুখের মুহূর্তগুলি উনি ভক্ষন করেন, বিনিময়ে খেলনা দিয়ে মন ভুলিয়ে রাখেন। : খেলনা দিয়ে? কার মন? : এই যেমন আপনার। আপনি ছুটে চলবেন কেবল ইটের বাড়ি, নতুন গাড়ি কিংবা নিত্য উদ্ভাবিত যন্ত্রের পিছনে। আপনার সকল রোমাঞ্চ কেবলই এসব আয়ত্বের মধ্যেই নিহিত থাকবে।

ঠিক ছোটবেলায় নিজের খেলনা গুনে যেভাবে রোমাঞ্চিত হতেন। এরই ফাঁকে যে সুখের মুহুর্ত গুলি হারাবেন, সেগুলোই আমি নিয়ে যাব রাজার জন্য। আরেকটা কথা, এই কথা গুলো কাউকে বলবেননা প্লিজ, সুখের বিশুদ্ধতার জন্য আমাদের মিথ্যা কথা বলার ক্ষমতা রাজা কেড়ে নিয়েছেন। নিরবতা....... : (মুখের দিকে তাকিয়ে) বাবা, আমার খেলনা লাগবেনা, তুমি যাবে কাল আমাকে নিয়ে বেড়াতে? -শেষ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.