আমাদের কথা খুঁজে নিন

   

♫♫♫♫♫♫জিম মরিসন - The Doors - সমগ্র♫♫♫♫♫♫

ও গানওয়ালা, আর একটা গান গাও... আমার আর কোথাও যাবার নেই, কিচ্ছু করার নেই।
"The Doors" ইতিহাসের অন্যতম জনপ্রিয় কিন্তু বিতর্কিত রক ব্যান্ডের নাম। ওয়েস্টার্ন রক'এন রোল মিউজিক ইতিহাসে অনুকরনীয় ধারা তৈরিতে তাদের অবদান অগ্রগণ্য। ১৯৬৫ সালে লস এনেজলস্ এর UCLA ফিল্ম স্কুলের চার তরুন মিলে গঠন করে The Doors। কি বোর্ডে Ray Manzarek ভোকালে Jim Morrison, ড্রামার John Densmore গিটারিস্ট Robby Krieger. জিম মরিসনের রক সাইকাডেলিক লিরিক সাথে ভরাট এবং শুদ্ধ উচ্চারণে গাওয়া গানগুলোর জন্য ইতিহাসে জায়গা করে নিয়েছে তার স্বকীয় স্থান।

You know the day destroys the night Night divides the day Tried to run Tried to hide Break on through to the other side Break on through to the other side সেল্ফ ডেস্ট্রাকটিভ রক লাইফ লিড করতে যা যা গুন থাকা দরকার সবই ছিল তার মধ্যে বিদ্যমান। এই বোহেমিয়ার জীবন যাপনের ফল সরুপ মাত্র ২৭ বছরে প্যারিসের এক অ্যাপার্টমেন্টের বাথটাবে মৃত্যু অবস্থায় পাওয়া যায় তাকে। মৃত্যুর কারন অ্যালকোহল আর ড্রাগের ওভার ডোজ! Before you slip into unconsciousness I'd like to have another kiss Another flashing chance at bliss Another kiss, another kiss The days are bright and filled with pain Enclose me in your gentle rain The time you ran was too insane We'll meet again, we'll meet again মজার ব্যাপার ব্যান্ড লাইন আপে কোন বেস গিটার প্লেয়ার ছিল না। তবে তা পুষিয়ে দিত কিবোর্ডিস্ট রে'র ইলেক্ট্রিক ওরগান (কি বোর্ড) এর অসাধারন কাজ। ফোক, জ্যাজ, ব্লুজ, সুইং রক'এন রোল, ফ্লেমিংগো স্টাইল সংমিশ্রনে তারা গঠন করেছিল সে সময়ের অন্যতম সেরা ব্যান্ড।

যার আবেদন এখনও আছে, থাকবে যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে। ____________________________________________ পছন্দের "The Doors" এর সেরা গানগুলো (আমার আপলোড করা): ১. The End ২. Break on through ৩. People are strange ৪. Light my fire ৫. Alabama Songs ( Wisky Bar) People are strange when you're a stranger Faces look ugly when you're alone Women seem wicked when you're unwanted Streets are uneven when you're down When you're strange Faces come out of the rain When you're strange No one remembers your name When you're strange When you're strange ৬. Hello I Love You ৭. I can see your face in my mind ৮. LA-Women ৯. Love her madly ১০. Riders on the storm. ১১. Love two times ১২. Peace for frog ১৩. You are lost little girl ১৪. When the musics over ১৫. Love me Two Times ১৬. Back door man ১৭. Road house blues ১৮. Wishful- Sinful ১৯. Touch me ২০. Waiting for the sun ২১. Yes the river knows ২২. Take it as it turns ২৩. The crystal ship ২৪. Spanish caravan ২৫. When the musics over সব গান (২৯৫ টা) এক সাথে/আলাদা নামাতে: টরেন্ট লিংক ______________________________________________ An American Prayer - জিম মরিসন এর কবিতা আবৃত্তির অন্যতম সেরা এ্যালবাম: (Ghost Song ) Awake. Shake dreams from your hair my pretty child, my sweet one. Choose the day and choose the sign of your day the day's divinity First thing you see. A vast radiant beach and cooled jeweled moon Couples naked race down by it's quiet side And we laugh like soft, mad children Smug in the wooly cotton brains of infancy The music and voices are all around us. Choose they croon the Ancient Ones the time has come again choose now, they croon beneath the moon beside an ancient lake Enter again the sweet forest Enter the hot dream Come with us everything is broken up and dances.......................... জিম মরিসন মারা যাবার ৭ বছর পর ব্যান্ডের শেষ স্টুডিও এ্যালবাম এটা। জিম মরিসন মৃত্যুর আগে কবিতার কথাগুলো রেকর্ড করে রেখে যায়। পরে ব্যান্ডের অন্য সদস্যরা বাকি মিউজিক কম্পোজিশন করে। An American Prayer: 1.Awake 2.Ghost Song 3.Dawn's Highway 4.Newborn Awakening 5.To Come of Age 6.Black Polished Chrome 7.Latino Chrome 8.Angels and Sailors 9.Stoned Immaculate 10.Movie, The 11.Curses, Invocations 12.American Night 13.Birds of Pray 14.World on Fire, The 15.Lament 16.Hitchhiker, The 17.A Feast Of Friends 18. An American Prayer 19. Freedom Exists 20. Hour For Magic 21. Babylon Fading" 22. A Feast Of Friends ___________________________________________ লিরিক, গিটার প্রো, কি বোর্ড, ড্রাম ইত্যাদি দেখতে: Click This Link ___________________________________________ ডকুমেন্টারি/ইন্টারভিউ: The Doors: Dance on Fire ডাউনলোড ____________________________________________ Wow, I'm sick of doubt Live in the light of certain South Cruel bindings. The servants have the power Dog-men and their mean women Pulling poor blankets over Our sailors I'm sick of dour faces Staring at me from the TV Tower, I want roses in My garden bower; dig? Royal babies, rubies Must now replace aborted Strangers in the mud These mutants, blood-meal For the plant that's plowed. They are waiting to take us into The severed garden Do you know how pale and wanton thrillful Comes death on a strange hour Unannounced, unplanned for Like a scaring over-friendly guest you've Brought to bed Death makes angels of us all And gives us wings Where we had shoulders Smooth as raven's Claws No more money, no more fancy dress This other kingdom seems by far the best Until it's other jaw reveals incest And loose obedience to a vegetable law. I will not go Prefer a Feast of Friends To the Giant Family. (A Feast Of Friends) ____________________________________________ মুভি: wikipedia - The Doors (film) imdb - The Doors টরেন্ট ডাউনলোড ধন্যবাদ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।