আমাদের কথা খুঁজে নিন

   

হেমায়েতপুরে পুলিশ গার্মেন্টস শ্রমিক সংঘর্ষ: আহত ৫০

বোনাসের দাবিতে সাভার-হেমায়েতপুরে একে এইচ গ্রুপের কারখানার শ্রমিকদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় প্রায় অর্ধশত শ্রমিক আহত হয়েছে। ভাঙ্গচুর করা হয়েছে কারাখানার প্রায় ২০/২২টি যানবাহন। এসময় শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় ঘন্টা বন্ধ করে দেয়। ফলে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এসময় পুলিশ আন্দোলনরত শ্রমিকদের উপর লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

জানা যায়, সকাল থেকেই শ্রমিকরা মালিক পক্ষের কাছে বোনাসের দাবি করে আসছিল। কিন্তু মালিক পক্ষ কোন প্রকার সাড়া না দিলে বেলা ২টার দিকে শ্রমিকরা কারাখার গাড়ি ভাঙ্গচুর শুরু করে। একপর্যায়ে তারা রাস্তায় নেমে আসে এবং রাস্তা অবরোধ করে দেয়।

এ ব্যাপারে গ্রুপটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাংলাদেশ প্রতিদিনকে জানান, আগামীকালের মধ্যে সকল শ্রমিকের বোনাস দেওয়া হবে।

তারপর কারাখানা ঈদের ছুটি ঘোষনা করা হবে।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।