আমাদের কথা খুঁজে নিন

   

স্যালারী সার্ভে (বেতন জরিপ ) আপডেট করতে সবাই সাহায্য করুন!!!

গহীন অরণ্য পথে পথহারা এক পথিক....
অনেকদিন আগে সেলারী নিয়ে একটি পোস্ট দিয়েছিলাম যেখানে আপনাদের ব্যাপক সাড়া পেয়েছিলাম। পোস্টটা ছিল মূলত একটি জরিপ, যেখানে উঠে এসেছে বিভিন্ন জব সেক্টরের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার ফিরিস্তি। ইতিমধ্যেই অনেক সেক্টরের বেতন,ভাতা Revised হয়েছে। তাই সেলারি স্যার্ভে এর আপডেটেড করা প্রয়োজন হয়ে পড়েছে। আসুন সবাই আমাদের জানা বিভিন্ন জব সেক্টরের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা শেয়ার করি এবং এমন একটি ডাটা ব্যাংক গড়ে তুলি যাতে সবার উপকারে আসে। কারণ প্রায়শই খেয়াল করবেন ‘’JOB ADVERTISEMENT’’ এ বেতনের বিষয়ে বলা থাকে ‘’NEGOTIABLE’’. কিন্তু মুশকিল হলো এই নেগোশিয়েশন করতে হলে আপনাকে সেই সেক্টরের বেতন,ভাতা সম্পর্কে জানতে হবে যা প্রায়শই একজন নবীন চাকুরীপ্রার্থীর জানা থাকে না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।