আমাদের কথা খুঁজে নিন

   

আর কত অকাল গর্ভপাত!! আর কত মানুষ হত্যা!

বোবার নাকি কোন শত্রু নাই, কিন্তু বোবা তো থাকতে পারি না......

আজকাল প্রায় ই গর্ভপাতের খবর শোনা যায়। প্রেমিক প্রেমিকার সংখ্যা বাড়ার সাথে সাথে গর্ভপাতের হার বেড়ে যাচ্ছে। কিন্তু তারা কি কখন ও ভেবেছেন তারা কত বড় জঘন্য অন্যায় করছেন? ইসলাম ধর্মেই সরাসরি আছে যে কোন মানবকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল! অবশ্য এখন আর কেউ এই সব নিয়ে ভাবে না। তারা প্রেমে এত টাই মজে যান যে এইটা তাদের কাছে ব্যাপার না। কিন্তু পারবেন ১ টা প্রাণ সৃষ্টি করতে? তাহলে কিভাবে হত্যা করছেন সদ্য আগত ১ নিস্পাপ শিশুকে? হ্যা, ভুল হতে পারে। মানুষ তো ভুল করেই! কিন্তু যখন ১ টা বাচ্চা গভে চলে আসে তখন কেন আপনাদের হুশ হয়? এই হুশ টা কি যখন সঙ্গমে লিপ্ত আছেন বা লিপ্ত হবার পরে তখন মনে থাকে না? বাচ্চা আসলে আসবে সিস্টেম তো আছেই---কিছু টাকা গুজে দিব কেউ জানতেই পারবে না----- নাকি?? পুরুষদের দোষ আছে মানি। কিন্তু নারীরা ও কি কম দোষী এই গর্ভপাতের ক্ষেত্রে? তারা কি পারেন না বাচ্চা আসার পূর্বেই তড়িৎ ব্যবস্থা নিতে? যারা নিস্পাপ সদ্য আগত শিশুকে মেরে ফেলতেও সামান্যতম কুণ্ঠা বোধ করেন না, তাদের ধিক্কার, শত ধিক তাদের!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।