আমাদের কথা খুঁজে নিন

   

চাইরৈক্কে চাইর উল্টা পাল্টা কমেন্ট কর্লে দিমু একখান মাইর~

ihzaka@yahoo.com হুপফূল মানসিক স্বচ্ছতায় বিশ্বাসী.. কিছুটা বাদর কিছুটা নিরিহ কিসিমের! তবে, অনেক বড় স্বপ্ন দেখে এদেশটাকে নিয়ে, যেখানে একদল শিক্ষিত তরুন ঘূণে ধরা রাজনীতিকে সত্যিকারের পরিবর্তণের পথে চালিত করতে নোংরা, হিংস্র সামপ্রদায়িকতামুক্ত, প্রকৃত দেশপ্

এক অ এক্কে এক ব্লগের বেবা বল্টু ছল্টু বুইজ্যা শুইন্যা দেক দুইয়েক্কে দুই~ মোরে ভাল বাসিস কিনা আজ বলে যা তুই~ তিন অ এক্কে তিন তোরে নিয়া ঘুরতে যামু টা ধিনাক ধিন ধিন~ চাইরক্কে চাইর উল্টা পাল্টা কমেন্ট কর্লে দিমু একখান মাইর~ পাচৈ এক্কে পাচ হিসাব কিতাব ঠিক্মত লেইক্যা রাক এইটা আমার তালগাছ~ ছয়ে এক্কে ছয় উল্টা পাল্টা কমেন্ট করুম ব্যানের কিসের ভয়? সাতৈ এক্কে সাত তিরুং বিরুং করলে বেশি দেখামু এক হাত আটৈ এক্কে আট মডুর লগে জমাইছি খাতির বাধছি আট ঘাট~ নয় এক্কে নয়~ হাঙ্কিপাঙ্কি করুম ব্লগিং আমার কিসের ভয়? দশেক্কে দশ মোর লগে বেশী করলে বিটলামী ছেইচ্চা তুলুম রস~

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।