চলে গেলেন কিংবদন্তীর রবীন্দ্রসংগীত শিল্পী সুচিত্রা মিত্র। ৩ জানুয়ারি সোমবার ১ টা ৩০ মিনিটে দক্ষিণ কোলকাতার ডোভার লেনে অবস্থিত নিজ বাসভবনে মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর৷ খবর পিটিআইএর।
সুচিত্রা মিত্রের জন্ম ১৯২৪ সালের ১৯ সেপ্টেম্বর৷ সঙ্গীতে পঙ্কজ মল্লিকের কাছে হাতে খড়ি হয়েছিল তাঁর। পরবর্তীতে শান্তিনিকেতনে শিক্ষালাভ।
সেখানে শান্তিদেব ঘোষ এবং শৈলজারঞ্জন মজুমদারের তত্ত্বাবধানে সঙ্গীতের তালিম।
সুচিত্রা মিত্র ১৯৪১ সালে বৃত্তি পান শান্তি নিকেতনের সংগীত ভবন থেকে৷ ১৯৪৫ সালে ডিপ্লোমা লাভ করেন রবীন্দ্রসংগীতে৷ সেবছরই তার তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয়। বেশ কয়েকটি সিনেমাতে প্লে-ব্যাকও করেছেন তিনি। তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত বাঙালীর চিত্ত ৬ দশক ধরে আপ্লুত করে রেখেছে।
একসময় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি।
রবীন্দ্রসংগীতের জন্য নিজেকে পুরোপুরি উৎসর্গ করেছিলেন তিনি। তাঁর রবীন্দ্রসংগীত গাওয়ার শৈলী ছিলো সম্পূর্ণ স্বতন্ত্র।
জীবদ্দশায় বহুবার পুরস্কৃত হয়েছেন সুচিত্রা মিত্র ৷ সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ১৯৭৩ সালে ভারত সরকারের পদ্মশ্রী অ্যাওয়ার্ড। এছাড়াও সুচিত্রা মিত্র সংগীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, এইচএমভি গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড এবং পশ্চিমবঙ্গ সরকারের আলাউদ্দিন অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
২০০১ সালে সুচিত্রা মিত্র কলকাতার শেরিফ হয়েছিলেন।
কৃতজ্ঞতা
View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।