আমাদের কথা খুঁজে নিন

   

অমাবস্যা

আমি আমার মত

হে অমাবস্যা, তোমায় আমি দেখিনি কত রাত... এই পাথুরে শহরের যান্ত্রিকতায়, ব্যাস্ত নগরের নাগরিকতায়, ডুবে আছি বাস্তবতার কঠিন বেড়া জালে... শুনিনি বহুদিন আঁধার রাতে... হুতুম পেঁচার ডাক। হে অমাবস্যা... তোমায় আমি দেখিনি কত রাত... কত দিন হয়নি শোনা... বিরহি ডাহুকের ডাক, সকাল সন্ধ্যা কাজের মাঝে... খাচ্ছি ঘুরপাক, অনুভবে আছ তুমি... হে কালো রাত। গুনে যাচ্ছি দিন, গুনে যাচ্ছি রাত। কাখন ফুরবে অপেক্ষা আমার? অন্ধকার ধরবে ঘিরে... আমার চারপাশ। হে অমাবস্যা... তোমায় আমি দেখিনি কত রাত। মন চায় ফিরে যাই... পুরনো সেই নির্জন গাঁয়, মনভরে দেখি তোমায়... তারার আলেয়ায়, হে মায়াবি রাত। হে নিঝুম নিস্তব্ধ রাত, তোমার অপেক্ষায় আমি... "নিয়ন আলোর শহর"। বাড়িয়ে দাও শান্তির হাত...... দেখিনি তোমায় কত রাত।. __________________(রেলী'র)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।