এখানে গাধাদের প্রবেশ করা নিষেধ
আমি ফিরছি উদ্বাস্তু শিবিরে
আমার হাতে আছে কিছু অসম্পুর্ন কবিতা ,
যাদের সম্পুর্ন হয়ে উঠার কোন সম্ভাবনা নেই
কারন তারা ইতিমধ্যে পেয়েছে রক্তস্নাত এক সন্ধ্যার স্বাদ।
কিছুদিন আগেই সর্বোচ্চ রাষ্ট্রীয় আদালত
ঘোষনা করেছে আমার নিঃস্বতা,
যদিও আমার বুক শেলফে রাখা আছে ১২৩ টি কবিতার বই
জানালার পাশে আছে সাড়ে তিনটি গুল্মের ঝুপ
যাতে অনবরত ফুটে চলেছে ধাতব সব ফুল ,
বালিশের তলায় লুকানো আছে নিষিদ্ধ কিছু অসম্পুর্ন ইশতেহার ,
কাধে ঝুলানো ব্যাগে আছে আধ ডজন বল পয়েন্ট কলম ।
মস্তিষ্কে ঘুর-পাক খাচ্ছে
বোদলেয়ারের কবিতার আধ খানা লাইন
আর তোমার মস্তিস্কে আছি সম্পুর্ন
আধি-ভৌতিক এক আমি ।
এই সব কিছুই আমার,শুধুই আমার
তবুও আমায় ফিরতে হচ্ছে উদ্বাস্তুদের দলে
কারন রাষ্ট্রীয় আদালতের বহু পুর্বেই
তুমি মুচকি হেসে,খয়েরী আকাশের নিচে দাঁড়িয়ে
ঝরে পড়া শিঊলি ফুল গুলিকে মাড়িয়ে তীক্ষন এক কন্ঠে
ঘোষনা করেছিলে আমার নিঃস্বতা।
কিন্তু আমি উপেক্ষা করতে পারছিনা কবিতা,ধাতব ফুল,
নিষিদ্ধ ইশতেহার বা বোদলেয়ারের আধখানা লাইনের প্রতিবাদ।
তাই আজ হৃদপিন্ডে কাটছি রক্তাক্ত এক আচড়
যেন জেগে উঠতে পারি তোমাদের এ জগতে
আর বুঝে নিতে পারি আমার নিঃস্বতার ধরন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।