আমাদের ক্রয়ক্ষমতা (পারচেজ পাওয়ার) বাড়িতেছে উহা লইয়া কোন সন্দেহই নাই, সেইদিন আমরা ক্রয় করিয়াছিলুম ভারতনিবাসী জনৈক শাহরুখ খাঁ কে। তাহার উচ্চমার্গীয় নর্তনকূর্দন এবং তাহার সহচরী নটীবৃন্দের সুক্ষ সুড়সুড়ি প্রদায়ক কলা এবং শরীরকলা প্রদর্শনে উপুর্যপুরী অর্থ ঢালিতে এই বংগবাসীদিগের কার্পন্য হয় নাই।
আবারো সন্দেশ আসিয়েছে, এক বিখ্যাত নৃত্যপটিয়সীর আগমন ঘটিতেছে ঝিঁঝিঁ মতান্তরে কৃকেট নামক একখানি রাজসিক খেলার পৃথিবীপেয়ালা নামক টূর্নামেন্টের উদ্বোধনীতে।
শুধু তাহাই নহে, আবারো আসিতিছেন বচ্চন নামীয় আরেকজন বয়োবৃদ্ধ অভিনেতার, সুদুর ভারত হইতে।
তাই বলিলাম, কোন সন্দেহই নাই যে আমাদের ক্রয়ক্ষমতা জ্যামিতিক হারে লাফাইয়া লাফাইয়া উর্ধ্বগামী হইতেছে। তবে প্রশ্ন একটি থাকিয়াই যায়, "এই ক্রয়ক্ষমতার মারপ্যাঁচে আমাদিগের কাপড়ে এখনই মাথা ঢাকিতে পেছন খালি পড়িয়া যায়, পরবর্তীতে কি আমরা চাড্ডি পরিয়া শুধে যাবো মাথাপিছু লোনের ক্যালকুলেটেড ভগ্নাংশ?"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।