আমাদের কথা খুঁজে নিন

   

’৭১ তোমার জন্যে ভালবাসা

আমি মানুষ, শুধু নারী নই,এই বোধ জাগাতে চাই সব নারীর ভেতরে।

অনেকদিন কিছু লিখি না অনেকদিন শব্দরা ছোঁয়া দিচ্ছি দিচ্ছি করেও ফাঁকি মেরে যাচ্ছে রকবাজদের মত। আমি শব্দের অপেক্ষায় থাকি আমি আবেগের অপেক্ষায় থাকি আমি তোমার অপেক্ষায় থাকি। আজকাল অনুভুতি বোধশক্তিহীন আজকাল শব্দরা বিজাতীয় আজকাল ভালবাসা ভালবাসাহীন কবিতার কি গাছ গজায়? সে গাছে অফুরন্ত পাতা? ঝাঁকি দিলে কবিতা পড়ে টুপটাপ্? আমার জানা নেই আমার জানা নেই কবিতার জন্ম না হওয়া কষ্টে কেউ কি আত্মহননে ব্যস্ত বন্ধা রমণীর মত? আমার জানা নেই ’৭১ এ ধর্ষিতার কষ্ট কতটা প্রকট নিজেকে মনে হয় বড়ই তুচ্ছ কেন সে সময় শিশু না থেকে ষোড়শি ছিলাম না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।