সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
হতাশার রং কালো
নীতি-হরন পানোৎসবে
বক্ষ জুড়ে কাঠ ফাটা গ্রীস্ম
কংস-যজ্ঞ ভোজোৎসবে
শুন্য-পাত্র বুভুক্ষু অস্তিত্ত্ব
জৈবিক পরাগায়ন-পণ্য মেলা
হার্দিক প্রেম আভিধানিক মাত্র
কর্ণকুহরে প্রচন্ড মন্বন্তর
অ-সাঙ্গিতিক সূর-বিশ্বে
মুকুলবিহীন তরু শাখে
হুতোম পেঁচক অধীবাসি
কৃষ্ণ মেঘের বিজয় দিনে
অবগুন্টনে ঢাকা দিবাকর
শ্বেত কৃষ্ণে পরিণত রংধনু
বিবর্ণ বর্ণালী মরু মরিচিকা
কলিকাল কিংবা আখেরী জমানা
উলটো রথের রথী এ সওয়ারি
মলিন ধুসরতায় স্বপ্ন আয়োজন
হতাশার রং অমানিশা কালো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।