আমাদের কথা খুঁজে নিন

   

# গ্রীষ্মের এই ভরাট বিকেলে তুমি ছাদে উঠোনা #

এসো নীপবনে গ্রীষ্মের এই ভরাট বিকেলে তুমি ছাদে উঠোনা। উথাল-পাথাল বাতাস তোমায় এলোমেলো করে দেবে। এলোমেলো করে দিবে তোমার চুল, তোমার আঁচল। গ্রীষ্মের এই ভরাট বিকেলে তুমি ছাদে উঠোনা। এই উথাল-পাথাল বাতাস আমার ভালোবাসা হয়ে জড়িয়ে ধরবে কর্কটের মতো তোমায়, তোমার নিশ্বাস নিতে কষ্ট হবে। গ্রীষ্মের এই ভরাট বিকেলে তুমি ছাদে উঠোনা। সমুদ্রের ঢেউয়ের মতো বাতাস তোমাকে ভিজিয়ে দিয়ে যাবে স্মৃতির নোনা জলে, কিভাবে সামলাবে নিজেকে? গ্রীষ্মের এই ভরাট বিকেলে তুমি বরং ঘরেই থেকো। এই উথাল-পাথাল হাওয়া লাগিয়োনা তোমার শরীরে কেননা, খোলস ছাড়া শামুক বেশিক্ষণ বাঁচে না। ১১/০৫/২০১৩  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।