দুই পায়ে হাঁটি আর চার চোখে স্বপ্ন দেখি। মানুষের জন্য ভালবাসা, মানুষের জন্য! বহু আকাংখিত রায় ঘোষিত হল। রায়ে সাইদির ফাঁসির আদেশ হয়েছে। ৭১ এ মানবতাবিরোধী অপরাধ প্রমানীত হওয়ায়, ঘৃনীত যুদ্ধাপরাধী, একাত্তরের ঘাতক-দালাল-রাজাকার সাইদীর ফাঁসির রায় দিয়েছেন মহামান্য আদালত। সাধারন মানুষের চাওয়া কিছুটা হলেও পূর্ন হয়েছে।
শুধু সাইদী নয়, আমরা সমস্ত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাই। ঘাতক কাদের মোল্লার ফাঁসি চাই। অন্যান্য যেসব রাজাকারদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সে সবেরও দ্রুত নিষ্পত্তি চাই। যার যা শাস্তি প্রাপ্য সে যেনো সেটাই পায়, এই আমাদের চাওয়া। ৩০ লক্ষ শহীদ, দু লক্ষ মা বোনের রক্তে-সম্ভ্রমে পাওয়া আমাদের স্বাধীনতার অপমান হতে দেবনা আমরা।
তীব্র প্রতিশোধ নেবই নেব। ধর্ম মানুষকে শান্তি দেয়, ভালভাবে বাঁচার প্রেরনা দেয়,কিন্তু যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি ও ব্যাবসা করে তাদের আমরা মেনে নিতে পারি না। সাধারন মানুষদের চোখে ধূলো দিয়ে আর পার পাবেনা ধর্ম ব্যাবসায়ীরা। হাজার হাজার মানুষকে যারা হত্যা করে, যারা ৭১এ লাখো মা বোনকে ধর্ষন করে, নিরীহ নিরস্ত্র মানুষকে যারা নির্বিচারে হত্যা করে তাদের মুখে ধর্মের কথা মানায় না। সাইদি একজন নরপশু, সে ধর্মের মুখোশ পড়ে তার কলংকময় কুৎসিত চেহারাকে ঢেকে রাখার চেষ্টা করেছিল।
আমরা সাধারন মানুষরা, সকল যুদ্ধাপরাধীদের প্রকৃত বিচার চাই। ট্রাইবুন্যাল হোক আরো শক্তিশালী। বিচার হোক মানবিক। যারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুকে মেনে নিতে চান না “মানবিকতার” দোহাই দিয়ে, তাদের কে বলছিঃ “১৯৭১ সালে যে নারী নির্যাতিত হয়েছেন, যে মা তার প্রিয় সন্তানকে চোখের সামনে সাইদিদের-পাকিস্তানীদের হাতে মরতে দেখেছেন, যে পিতা তার চোখের সামনে প্রানাধিক প্রিয় কন্যাকে লাঞ্ছিত হতে দেখে বুক ফেটে মরেছেন... তারা কিন্তু চান রাজাকারদের সর্বোচ্চ শাস্তি হোক। আমিও চাই।
আমরাও চাই। ”
আমরা সাবাইকে নিয়ে একটি সুন্দর দেশে বাঁচতে চাই, যে দেশ থাকবে রাজাকার মুক্ত। যারা দেশকে ভালবাসেনা তাদের ঠাঁই এ দেশে থাকবে না। আমার প্রেমিকা, আমার মা, আমার পিতা, আমার বন্ধুরা, আমার বোন, আমার ভাই, আমার ভালবাসার শিশুগুলো, আমার অনাগত সন্তান, যুবক-বৃদ্ধ-নারী-শিশু-পুরুষ-মহিলা-হিজড়া-সুস্থ-অসুস্থ-পাগল-ভিখারী-রাজা-শ্রমিক-বিচারক-গায়ক-কবি-সাংবাদিক-পুলিশ-অবুঝ-বুদ্ধিমান-পাখি-পশু-সাপ-গরু-ফুল-নদী-বৃষ্টি-জোছনা-প্রেম-আভিমান-সাম্যবাদ সবকিছু ভালো থাকুক এই বাংলাদেশে। শুধু যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক, ধর্ম নিয়ে বাড়াবাড়ি-রাজনীতি-ব্যাবসা বন্ধ হোক।
অবশেষে সাইদীর ফাঁসির রায় দিয়েছে ট্রাইবুন্যাল।
সাইদির ফাঁসির রায় ঘোষনা আজ এই রায়ে ৩০ লক্ষ শহীদের আত্মা একটু হলেও শান্তি পেয়েছ, শান্তি পেয়েছে শহীদ জননী জাহানারা ইমামের আত্মা, জয় হয়েছে মানুষের, জয় হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের।
আমরা সকল রাজাকারের সর্বোচ্চ শাস্তি চাই, আমরা বাংলা মায়ের ছেলে, আমরা হারি না।
তারুন্যের জয় হোক, জয় হোক তরুণ বৃদ্ধদের, জয় হোক লাল-সবুজের, জয় হোক প্রিয় বাংলাদেশের, জয় থাকুক অম্লান।
জয় জনতা।
জয় তারুন্য । জয় বাংলাদেশ।
জয় বাংলা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।