আমাদের কথা খুঁজে নিন

   

বিদায় ২০১০...সবাই কে ২০১১ সালের শুভেচ্ছা

জং ধরা যান্ত্রিক জীবন..সময়ের যাতাকলে মরে গেছে মন..। :(
আর মাত্র কয়েক ঘন্টা..বিদায় নিচ্ছে ২০১০। আনন্দ বেদনা, আশা হতাশা আর প্রাপ্তি অপ্রাপ্তি মিলিয়ে বছরটা যেন বেশ দ্রুতই চলে গেল। আমার মনে হচ্ছে এইতো সেদিন..২০০৯ এর ৩১ ডিসেম্বর। সারা বিকেল বন্ধুদের সাথে আড্ডা দিলাম।

সাথে ছিলেন আমার সমবয়সী এক মামা। রাতে বাসায় এসে দু'জনে মিলে টিভি দেখতে বসলাম। বিভিন্ন চ্যানেলে তখন লাইভ অনুষ্টান চলছিল। কিছুক্ষণ দেখার পর আমার বিরক্ত লাগল। আমি চলে গেলাম।

মামা আমার একা একাই দেখতে লাগল। রাত মনে হয় ৩ টা অথবা ৪ট হবে। হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে শুনতে পেলাম..ভয়ানক শব্দ করে কে গান বাজাচ্ছে। একটু খেয়াল করলে বুঝতে পারলাম শব্দটার উৎস আমাদের ড্রয়িং রুম। মনে পড়ে গেল মামা একা একা বসে টিভি দেখছিল।

চিন্তায় পড়ে গেলাম..মামা কি পাগল হয়ে গেল..থার্টি ফাস্ট নাইটের ভূত মামার উপর ভর করল কি না? তাড়াতাড়ি ড্রয়িং রুমে গিয়ে দেখি টিভি অন কিন্তু মামা সোফার উপর হা করে ঘুমাচ্ছে। ভাগ্য ভাল ছিল আশে পাশের বাসা থেকে কেউ কমপ্লেইন করেনি। যাইহোক...প্রেম ভালবাসায়, সুখ শান্তিতে ভরপুর হয়ে উঠুক আপনার পুরো ২০১১ সাল এবং বাকীটা জীবন এই প্রত্যাশায়। ২০১০ সালের এই বিদায়ক্ষণে এবং ২০১১ সাল কে স্বাগতম জানানোর প্রতিক্ষাক্ষণে সন্দীপনের 'আয় প্রাণের উৎসবে' গানটা শেয়ার না করে পারলাম না। গানের কথা: এই দিনে চায়রে এমন দিনে চায় বাহারী এই মেলাতে আরো কাছে চায় এই দিনে চায়রে আমি তোরে চায় রঙের এই মেলাতে আরো কাছে চায় খুঁজে দেব খোপায় ফুল, দেব গলায় মালা সেখানে থাকবে প্রেমের শত কথার পালা বন্ধু আয় আয় আয়, আয় প্রাণের উৎসবে কেউ তো জানে না কাল সে কোথায় রবে ঢুলেরই তালে তালে প্রাণেরই গান গাও হেলে দুলে দাও ভাসিয়ে আকাশে পুরোনো কষ্টগুলো রঙে রঙে রাঙাও এ মন বয়ে যাক সুখে প্লাবন রঙে রঙে রাঙাও এ মন বয়ে যাক সুখে প্লাবন সারাক্ষন সারা বেলা হায় কানে দেব মাটির দুল, দেব হাতে বালা সেখানে থাকবে প্রেমের শত কথার পালা বন্ধু আয় আয় আয়, আয় প্রাণের উৎসবে কেউ তো জানে না কাল সে কোথায় রবে মিলনের ঝর্ণা ধারায় ঝড়ে যাক সব দ্বিধা দেয়া নেয়ায় দাও উড়িয়ে বাতাসে, সুখেরই পায়রাগুলো রঙে রঙে রাঙাও এ মন বয়ে যাক সুখে প্লাবন রঙে রঙে রাঙাও এ মন বয়ে যাক সুখে প্লাবন সারাক্ষন সারা বেলা হায় পায়ে দেব রোপোর মল, ওরে মধুবালা তকে নিয়ে গাথব প্রেমের শত কথার পালা বন্ধু আয় আয় আয়, আয় প্রাণের উৎসবে কেউ তো জানে না, কাল সে কোথায় রবে বন্ধু আয় আয় আয়, আয় প্রাণের উৎসবে কেউ তো জানে না, কাল সে কোথায় রবে ডাউনলোড লিংকঃ আয় প্রাণের উৎসবে
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.