চেষ্টা করছি ভাল কিছু তৈরী করতে............................
আজকের বইটির নাম বিশ্ববাজার ধসের মূল কারন সুদ।
যাদের জন্য এই বইটি নিবেদিত-আজকের এই বইটি নিবেদিত সেই সকল নামধারী মুসলমানদেরকে যারা প্রতিনিয়ত আল্লাহ ও তার রাসূল এর সাথে যুদ্বরত,(সূরা বাকারা,আয়াত-২৭৯)।
আমরা মুসলমানরা খুব ভাল করে জানি ইসলাম সুদ কে কোন দৃষ্টিতে দেখে,কিন্তু অধিকাংশ মুসলমান জানে না কুরান ও হাদিস এ এই সকল ব্যক্তিকে কিভাবে নগন্য করে দেখা হয়েছে,এবং কিভাবে তাদের লানত করা হয়ছে।কুরান ও হাদিস নির্ভর এই বইটি সেই চাহিদা পূ্রন করবে বলে আমদের বিশ্বাস।
যে কেউ এই বিষয়ে মন্তব্য করতে পারেন কিন্তু মন্তব্য করার আগে বইটা পরে নেবেন,আমি এই বইটা পরেছি ফলে এমন কোন প্রস্ন করবেন যা এই বইটাতে দেয়া আছে কিন্তু আপনি না পরার কারনে তা জানেন না,ব্লগে আমি কোন মন্তব্য করব না কারন এতে শুধু তর্কই হবে,কারন ব্লগে দুই একটা লাইন লিখে কাউকে কোন কিছু বোঝান সম্ভব নয়।
নাস্তিকদের সাথে কথা বলার জন্য অনেকদিন ধরে একজন দক্ষ আলেম খুজছিলাম আশা করি ইনশাআল্লাহ কিছুদিন এর মধ্যে তার বইগুল দিতে পারব।আপনারা যদি ভাবেন ১৪০০ বছর দ্বীন ইসলামের আলেমরা ঘুমিয়ে ছিল তাহলে সেটা হাস্যকর ভাবনাই হবে,আপনাদের মত তাদের মনে ও অসংখ্য প্রশ্ন ছিল এবং তারা এর উত্তর তৈরী করে রেখে গেছে মানুষের জন্য,আপনি যদি না জেনে বসে থাকেন তার জন্য ইসলাম দায়ী নয়,আবার যদি আপনি না মানেন তাহলেও আমাদের কিছু করার নাই,যদি আমাদের কিছু করার থাকত তাহলে আমরা ১৪০০ বছর আগে আবু জাহেল কিংবা
আবু লাহাব কে জোর করে মুসলমান বানাতাম,আপনি আবু লাহাব হতে চাইলেও আপনাকে অভিন্দন আপনি ওমর (রাঃ) হতে চাইলেও আপনাকে অভিনন্দন,যত পারেন ইসলাম এর বিরুদ্ধে লেখেন আপনাদের মোবারকবাদ,তবে মনে রাখবেন ইসলাম কোন ঠুনকো জিনিষ না ।
ডাউনলোড লিঙ্ক-
সুদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।