হুপহাপহুপ হুপহুপহাপ
ব্লগে আমার প্রথম লেখা।
আমি একজন অ্যাডিক্ট। আসক্তি ব্যাপারটাতেই সম্ভবত আমার আসক্তি আছে।
খুব ছোটবেলা থেকেই বইয়ে আসক্ত ছিলাম। নন্টে ফন্টে, বাঁটুল দ্যা গ্রেট, টিনটিন, চাচা চৌধুরী, ফ্যান্টম, টইটম্বুর, উন্মাদ, কিশোর পত্রিকা, কিশোর তারকালোক, কিশোর ভুবন, ছোটদের কাগজ, রুশদেশের রুপকথা, ইশকুল........... শেষ হবার না।
আমার বাপেই পড়ার অভ্যাস ধরাইছিলো। ( যদিও ক্লাস থ্রি থেকে সেই অভ্যাস ছাড়াবার চেষ্টা শুরু হয়) প্রথম দিকে ছিল - পাঠ্যের পাট চুকলে বাকি সময়টা বই। বিকালে শুধু খেলা। বড় হবার সাথে সাথে পড়ার পরিধি ও সময় দুইটাই বেড়ে গেল। সেবা প্রকাশনী, জাফর ইকবাল, জুলভার্ন, আসিমভ, ক্লাসিক, হুমায়ুন, মানিক করে স্কুল শেষ হবার আগেই আমার পাঠ্যে সময় দেবার অভ্যাস চলি গেল।
সারাদিনে স্কুলের পড়া পড়তাম একঘন্টা (সর্বোচ্চ)। বাকিটা সময় লুকায়ে চুরায়ে অন্য বই। স্কুল শেষ হতে হতে আদর্শ বইআসক্ত। দিনে ঘুমানো খাওয়া ছাড়া বাকি সময় পড়তেছি। এমনকি টয়লেটেও।
কলেজের শেষে এসে বই আসক্তি প্রতিস্থাপিত হওয়া শুরু হলো। আসলো কম্পুআসক্তি। গেম আর সিনেমা মিলে এমন অ্যাডিক্ট হইলাম যে আর বই পড়া হইলো না। এখনো হয়না। পারিনা।
কিন্তু দিনে আঠারো ঘন্টা (সত্যিই) পিসিতে বসে টানা সিনেমা দেখতে বা গেম খেলতে আমার কোন সমস্যা হয়না। সমস্যা হবে কি! ঘটনাতো উল্টা। আমি বসলে আর উঠতেই পারিনা। কোন কাজ থাকলে সেটা আর সময়মতো বা আদৌ করা হয়না।
খুব খারাপ অবস্থা।
গেম আসক্তি কমাইছি। অবশ্য নতুন গ্রাফিক্স কার্ড কিনতে না পারা এখানে বড় ফ্যাক্টর। কিন্তু সিনেমা দেখা আর, পিসিতে বসে থাকা কমানো যাচ্ছে না। ইদানীং পিসিও নষ্ট। সেইটা একদিক থেকে ভালোই হইছে।
কি করি?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।