অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে
ইদানিং শৈশব একটা নেশা আবার জাঁকিয়ে বসেছে/গল্পের বই পড়া/দিন দুয়েক আগে মুহাম্মদ জাফর ইকবাল এর টুকি এবং ঝা এর (প্রায়) দুঃসাহসিক অভিযান পড়লাম/দুঃখিত/নামটা হয়তো হুবহু এরকম না/আবার সেই একই রকম থ্রিল লাগল/একটু অংশ বলেই ফেলি
টুকি এবং ঝা রোবটদের মাঝে সেন্স অফ হিউমার তৈরির চেষ্টা করছে/ওরা প্রায় নিশ্চিত যে বিষয়তা রোবোটগণ বুঝতে পেরেছেন/পরীক্ষা করার জন্য একটা কৌতুক বলা হল/এক লোক এক পায়ে লাল এবং অন্য পায়ে সবুজ মোজা পরাতে তার বন্ধুরা খুব হাসল/লোকটি বলল কি আর করি/আমার আরেক জোড়া মোজা আছে/কিন্তু ওগুলো ও এরকম দুই রঙ্গের/রোবোটগণ হাসতে লাগলেন/বেশ আশা নিয়ে টুকি এবং ঝা হাসার জায়গাটা ব্যাখ্যা করতে বলল/উনারা বললেন লোকটা কি বোকা/প্রতি বার বাজার থেকে দুই রঙের মোজা নিয়ে আসেন
আমি শাহজালালে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম/তখন জাফর ইকবাল স্যার কে একবার সামনাসামনি দেখার ভাগ্য হয়েছিল/অবশ্য আগে থেকেই তার ভক্ত হয়ে উঠেছিলাম/তাঁর লেখার মানবিক আবেদনটা খুব স্পর্শ করে/উনারই কোন একটা বই এ, সম্ভবত পিশাচ, একটা কথা পড়ে আমার ভেতরে এক বিরাট পরিবর্তন এসেছিল/এক ভদ্রলোক পাগলদের নিয়ে মজার গল্প করে খুব আসর মাতাচ্ছিলেন/এক জন লোক কিছুতেই বিষয়টা উপভোগ করতে পারছিলেন না/তার যুক্তি ‘পাগলামো’ এক ধরণের আসুস্থতা/আর একজনের অসুস্থতা নিয়ে আর যাই হোক হাসা যায় না
অনেক দিন পর আবার জাফর ইকবাল এর লেখা আবার মন প্রাণ ছুঁয়ে গেল/জ্যায় হো
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।