আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষেèৗয়ে বিএসসি কোর্সে ভর্তি হল ১০ বছরের সুষমা ভার্মা ! (

তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____

মাত্র সাড়ে ৭ বছর বয়সে মাধ্যমিক, সাড়ে ৯-এ উচ্চ মাধ্যমিক; আর এখন দশ বছর বয়সে বিএসসিতে ভর্তি। এভাবেই একের পর এর সাফল্যের সোপান পেরিয়ে চলেছে ভারতের লক্ষেœৗয়ের সুষমা ভার্মা। পড়ালেখায় এমন অভাবনীয় সাফল্য তার কাছে একেবারে নতুন নয়। এর আগে ২০০৭ সালে মাত্র ১৪ বছর বয়সে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করে রেকর্ড সৃষ্টি করে সুষমার বড় ভাই শৈলেন্দ্র। পিটিআই।

বুধবার সুষমাকে বিএসসিতে অধ্যয়নের সুযোগ করে দেয় লক্ষেœৗয়ের সিএমসি ডিগ্রি কলেজ। লক্ষেœৗ ইউনিভার্সিটির আওতায় আপাতত এ কলেজ থেকেই পড়ালেখা করবে সুষমা। এর আগে এ বছরের প্রথম দিকে অসুস্থতার জন্য যথাসময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে পারেনি সুষমা। পরে বিশেষ ব্যবস্থায় তার পরীক্ষা নেয় উত্তর প্রদেশ শিক্ষাবোর্ড। এমন মেধাবী ছেলেমেয়ের অভিভাবক অর্থাৎ সুষমা শৈলেন্দ্রের বাবা-মা কিন্তু একেবারে গণ্ডমুর্খ।

তাদের বাবা তেজ বাহাদুর ভার্মা পেশায় দিনমজুর আর মা ছায়া ভার্মা গৃহিণী। নিজেদের দারিদ্র্যতার কারণেই যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সুযোগ পেলেও সেখানে শৈলেন্দ্রকে পাঠাতে পারেনি তারা। সূত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।