আমাদের কথা খুঁজে নিন

   

স্ট্যানডার্ড চার্টার্ড ব্যাংকের কাস্টোমার কেয়ার রিপ্রেজেন্টেটিভের সাথে কথোপকথন

আমি এবং আমরা

ক্রিং ক্রিং ক্রিং... স্ট্যানচার্ট: গুড ইভিনিং, দিস ইজ *** ফ্রম স্ট্যানচার্ট, হাউ মে আই হেল্প ইউ? আমি: আমি আমার আই-ব্যাংকিং অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি। কিভাবে রিসেট করব? স্ট্যানচার্ট: আপনার কিছু ইনফরমেশন আমার জানা লাগবে স্যার, আপনার কার্ডের নম্বর টি বলুন? আমি: ****-****-****-**** স্ট্যানচার্ট: আপনার জন্ম তারিখ এবং **** **** *** টি বলুন? আমি: **-**-**** এবং ****** স্ট্যানচার্ট: আপনার যেকোন একটা ট্রানজেকশন অ্যামাউন্ট বলুন আমি: ডিসেম্বর ১১ তারিখে **** টাকা আমি: হ্যালো? স্ট্যানচার্ট: আমাকে একটু টাইম দিন স্যার, আমি দেখছি স্ট্যানচার্ট: ঠিকআছে স্যার আমি আপনার রিকোয়েস্টটি আমাদের কার্ডের সিকিউরিটি সেকশনে পাঠিয়ে দিচ্ছি। তারা এটা নিয়ে ডিল করবে এবং এটা করতে মিনিমাম ৩দিন থেকে সর্বোচ্চ ৫ দিন লাগবে। আমি: পাসওয়ার্ড পরিবর্তন করতে ৩ থেকে ৫ দিন? কেন ভাই? স্ট্যানচার্ট: স্যার এটাই আমাদের এখানে নিয়ম। নতুন পাসওয়ার্ড জেনারেট করে তারা আপনাকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবে।

আমি: কুরিয়ার সার্ভিসে কেন? আমার তো ইমেইল অ্যাকাউন্ট অ্যাকটিভেট করা আছে। সেখানে পাঠিয়ে দেবেন স্ট্যানচার্ট: না স্যার, কুরিয়ারেই এগুলো পাঠানো হয় আমি: কিন্তু আমাদের অফিসের ঠিকানা তো চেঞ্জ হয়েছে। আপনি ইমেইলে পাঠালে অসুবিধা কই? আর পাসওয়ার্ড চেঞ্জ করতে যদি কুরিয়ার সার্ভিসে সেটা পাঠানো লাগে আর ৩ থেকে ৫ দিন লাগে তাহলে এটা কেমন আই-ব্যাংকিং? স্ট্যানচার্ট: স্যার, এভাবেই এটা এখানে হয়। আর সেক্ষেত্রে আপনাকে আগে ব্যাংকে এসে নতুন ঠিকানা পরিবর্তনের জন্য অ্যাপ্লাই করা লাগবে আমি: ভাই, দরকার নাই আপনার পাসওয়ার্ড পরিবর্তনের। বলে আমি কেটে দিলাম।

মেজাজ এখন আগুনের মত গরম, পুরা হাবিয়া দোযখের আগুন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।