আমাদের কথা খুঁজে নিন

   

খুচরা কাব্যে রজনী

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

কি বলব আর আমার কথা আমি যে আজ ছারখার তোমাকে পেয়ে আমার দুর্বলতা কে তিলে তিলে গ্রাস করে এসেছ বারবার তুমি আমার কাছে। যদি বলি আমি হাড়িয়েছি তোমাতেই জানি বলবে সবকিছু বলছি আমি মিথ্যে দূর আকাশের দ্রুবতারা হয়ে আসব যেদিন তোমার কাছে বুঝবে সেদিন তুমি আমাকে। যেদিন অবিরাম বৃষ্টিতে ভিজিয়ে দেব তোমায় সবকিছু ভুলে তুমি ভিজবে সেদিন টূপ টূপ বুঝবে সেদিন আমার কথা ছিল না শুধুই গপ সপ। ভালবেসে যে জ্বালা বয়ে বেড়িয়েছি আমি সে একই জ্বালায় পুড়বে তুমি অবিরাম। আমাকে বাঁচিয়ে রাখবে তোমার অনুভুতিগুলো তারপর ও তুমি বুঝবে না জীবনের দেনাপাওনা গুলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।