আমাদের কথা খুঁজে নিন

   

খুচরা কবিতা

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

আজো আছে গহীন খাঁচায় অন্ধকারের আনাগোনা আজো আছে তাকিয়ে থেকে শালিখ ,চড়ুই ,বাবুই গোনা । আজো আছে মেঘলা আকাশ আরো আছে রোদ্দুর তাই সবই আছে তবু কেন করছে এ মন পালাই পালাই? জলের বুকে ঢেউয়ের নাচন মাতাল করা সূর সূরের তালেই ঢেউগুলো সব যাচ্ছে বহুদুর। আকাশ হারাই বাতাস হারাই হারাই সবুজ ঘাস মনে মনে সঙ্গোপনে হারাই বারো মাস ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।