আমাদের কথা খুঁজে নিন

   

Grameenphone এর P5 ও P6 ব্যবহারকারীরা সাবধান!!!

নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!
আমি পি৬ ইউজার। ধরা খেয়েছি এ মাসে। তবে অল্পের উপর দিয়ে গেছে! ৪০০ টাকা লোড করে পি৬ চালু করি গত মাসে। ৫৫ টাকা বাড়তি থেকে যায়। তবে ২/৩টা মেসেজের চার্জ কাটা যেতে পারে। কিন্তু আজ দেখি ব্যালেন্স ০! তদন্তে নামি। ২৬ তারিখ ছিল পি৬ এর এক্সপায়ারি। তবে ১জিবি শেষ করেছি ২৩ তারিখে। কিন্তু ২৪ তারিখ এবং সম্ভবত: ২৫ তারিখ দুপুর পর্যন্ত জিপি লাইন চালু রেখেছিল। তখন ভেবেছিলাম, জিপি বোধ হয় লাইন কাটতে ভুলে গেছে! এখন দেখি অন্য হিসাব!! অটোমেটিক পি১ চালু করে আমার সর্বশেষ কানাকড়িও শুষে নিয়েছে!!! আজকে গুনে গুনে ৩৫০ টাকাই ঢুকালাম! দোকানদার রাজি হৈলে ৩৪৫ ঢুকাইতাম!! ভুলেও এক্সট্রা টাকা ঢুকাবেননা!!! সাবধান!!!!!!!!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.