আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছো বসি আমার ব্লগখানি কৌতুহল ভরে
নিয়ম ভেঙে ,সারি ভেঙে ধাক্কাধাক্কিতে আমরা বাঙালীরা রীতিমত সিদ্ধহস্ত ।
এতই যখন পটু আমরা , চেষ্টা করেই না হয় দেখা যাক ধাক্কাধাক্কিকে কাজে লাগিয়ে ভাল কিছু করা যায় কিনা
ইংরেজিতে বেশিরভাগ শব্দই এসেছে ল্যাটিন বা গ্রীক থেকে । তার অর্থ দাঁড়াচ্ছে ল্যাটিন বা গ্রীকটা যদি শিখে নেয়া যায় তবে ইংরেজি আয়ত্ত্বে আনা কোন ব্যাপারই না । আঁতকে উঠলেন ? ভয় পাবার কিছু নেই । আমরা কেবল একটা ল্যাটিন শব্দই শিখব ।
শব্দটা হল : Trudere
ল্যাটিন Trudere শব্দটির ইংরেজিতে অর্থ দাঁড়ায় thrust । বাংলায় "ধাক্কা দেয়া" ।
এবার চলুন Trudere(ধাক্কা দেয়া) কে ধাক্কাধাক্কি করে কতগুলো শব্দ বানানোর চেষ্টা করা যাক ।
বাংলা প্রকৃতি প্রত্যয়ের মত ইংরেজিতেও মূল শব্দের সাথে শব্দাংশ যোগ করে নতুন নতুন শব্দ বানানো হয় । এসব শব্দাংশের বেশির ভাগ এসেছে গ্রীক ভাষা থেকে ।
আমাদের মূল শব্দটি হল --- ল্যাটিন Trudere , ইংরেজিতে thrust । বাংলায় "ধাক্কা দেয়া" । এবার শুরু হোক শব্দাংশ যুক্ত করার পালা:
১.protrude
pro-- এটি দিয়ে বুঝানো হয় before/আগে বা "forward"/সামনে
তাহলে protrude= pro- "forward" + trudere "to thrust" (সামনে ধাক্কানো কিছু)
ইংরেজিতে পুরো অর্থ দাঁড়ায় Extend beyond or above a surface
(যে জিনিস সামনে বেরিয়ে থাকে)
উদাহরণস্বরুপ : protruding teeth (সামনের দিকে বেরিয়ে থাকা দাঁত)
২.absutrude
absutrude = ab- "away"/দূরে + trudere "to thrust, push"/ঠেলা/ধাক্কা
মিলিয়ে বললে -- দূরে ঠেলে/ঠেসে দেয়া । আরেকটু ভাল করে বললে: "গোপন করে ফেলা"
ইংরেজিতে সোজাসাপ্টা অর্থ: absutrude= "conceal"/লুকিয়ে ফেলা/গোপন করে ফেলা
৩.extrude
extrude = ex-(out)/বাইরে/বাইরের দিকে + trudere "to thrust, push"/ঠেলা/ধাক্কা
একসাথে করে বললে : বাইরের দিকে বের করে দেয়া
আরও ঠিকমত বললে:
extrude= thrust out; draw out/বের করে ফেলা
৪.obtrude
obtrude= ob "toward"/কোন কিছুর দিকে/কোন কিছুর ভেতরে + trudere "to thrust"/ধাক্কানো
একসাথে করে ভাবলে : কোন কিছুর ভেতরের দিকে ধাক্কানো
ইংরেজিতে obtrude= "thrust into, press upon"/ কোন কিছুর ভেতরে ধাক্কানো / নাক গলানো
অর্থাৎ "নাক গলানো" অর্থে obtrude শব্দটি ব্যবহৃত হয় ।
যেমন Obtrusive = meddlesome(যে সব কিছুতে নাক গলায়)
৫.detrude
detrude= de-(down/নিচের দিকে) + trudere(ধাক্কানো/চেপে ধরা)
ইংরেজিতে অর্থ: to press down with force/ নিচের দিকে চেপে ধরা
৬.Intrude
Intrude = In/ভেতরে+ trudere/ধাক্কানো
অর্থাৎ : যে ভেতরের দিকে ধাক্কায় ।
ব্যবহারিক অর্থে :
Intrude = present uninvited / অনাহূত
Intruder = অনাহূতভাবে যে প্রবেশ করে
৭.retrude
retrude- re (back/পেছনে)+ trudere/ধাক্কানো
একসাথে মিলিয়ে নিলে , পেছন দিকে ধাক্কানো / ঠেলে দেয়া
ইংরেজিতে ব্যবহারিক অর্থে: retrude= to thrust back/ to move backward (কোন কিছুকে পেছন দিকে ঠেলে দেয়া)
retruded = the state of being located posterior to the normal position (কোন কিছুর স্বাভাবিক যে অবস্থান তার থেকে পেছন দিকে ঠেলে দেয়া)
---------------------------------------------------
শব্দগুলো ঝালাই করে নেয়ার জন্য pro , in , de, re , ex শব্দাংশ যুক্ত পরিচিত কিছু শব্দ খুঁজে বের করার চেষ্টা করুন । তারপর এই শব্দাংশগুলোর অর্থ ভাবুন । আশা করি তখন এই লেখায় উল্লেখ শব্দগুলো সহজ হয়ে যাবে
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।