আমাদের কথা খুঁজে নিন

   

মুক্তির মন্দির সোপান তলে

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

খুব প্রিয় একটা গান, খুব খুব প্রিয়। কেন যেন যতবার এই গানটা শুনি, চোখের জল ধরে রাখা অসম্ভব হয়ে পড়ে। যদিও এটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়কার গান নয়, তবু স্বাধীনতার গান তো স্বাধীনতারই। শেয়ার করছি গানটার লিরিকস আপনাদের সাথে এবং গানটার ইউটিউব ভিডিও লিঙ্ক- সাদী মহম্মদের কন্ঠে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে৷ কত বিপ্লবি বন্ধুর রক্তে রাঙা, বন্দীশালার ওই শিকল ভাঙা তাঁরা কি ফিরিবে আর? তাঁরা কি ফিরিবে আর সুপ্রভাতে যত তরুণ অরুণ গেছে অস্তাচলে৷। মুক্তির মন্দির সোপান তলে...লেখা আছে অশ্রুজলে ৷ যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি। সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি; যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিনমুখে জাগালো ভাষা সেই রক্তকমলে গাঁথা মাল্যখানি, বিজয়লক্ষী দেবে তাঁদেরি গলে।। মুক্তির মন্দির সোপান তলে...লেখা আছে অশ্রুজলে ৷ সাদী মহম্মদের কন্ঠে "মুক্তির মন্দির সোপান তলে"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।