বিশ্বহিন্দু পরিষদের (ভিএইচপি) প্রধান অশোক সিংগাল ভারতের ক্ষমতাসীন কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। মুম্বাইতে এক জনসভায় বক্তৃতাকালে অশোক সিংগাল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হিন্দু সম্প্রদায়ের গায়ে হাত পড়লে আপনাকে আপনার শাশুড়ি ইন্দিরা গান্ধীর মত ভাগ্যবরণ করতে হবে।
আরব নিউজ জানিয়েছে, মুম্বাইয়ের আওরঙ্গবাদে বিশ্বহিন্দু পরিষদ আয়োজিত এক জনসভায় অশোক সিংগালে সোনিয়া গান্ধীর উদ্দেশে বলেন, কোন হিন্দু নেতাকে স্পর্শ করবেন না। যদি আপনি সেটা করেন তাহলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী আপনার শাশুড়ি ইন্দিরা গান্ধীর মত করুণ পরিণতি বরণ করতে হবে যিনি অমৃতশ্বরে তারই নিরাপত্তারক্ষী এক শিখের উপর্যুপরি গুলীতে নিহত হন। অশোক সিংগাল এই চরমপত্র দিলেন এমন সময় যখন ২০০৭ সালে হায়দ্রাবাদের মক্কা মসজিদে বোমা হামলার জন্য রাষ্ট্রীয় সেবক সংঘের (আরএসএস) বর্ষিয়ান নেতা ইন্দ্রেশ কুমারকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই (ফেডারেল ব্যুরো অব ইনডেস্টিগেশন) জিজ্ঞাসাবাদ করছে।
আরএসএস ঐ বোমা হামলার জন্য মুসলিম নেতাদের দায়ী করে কংগ্রেসকে ব্যবস্থা নিতে বলেছে। মহারাষ্ট্র কংগ্রেসের নেতা ও মুখপাত্র হোসাইন দালওয়াই সিংগালের এই উক্তির তীব্র প্রতিবাদ করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার এ ধরনের হুমকি বরদাশত করবে না। সরকার ভিএইচপি প্রধান সিংগালের এই সন্ত্রাসী কার্যক্রমের হুমকি প্রদানের জন্য অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে। অশোক সিংগালের এই হুমকিকে সমর্থন করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা ও মুখপাত্র মাধব ভান্ডারী বলেন, ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী যখন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন তখনকার পরিস্থিতির সাথে সিংগালের বক্তব্যের সংশ্লিষ্টতা আছে।
ভান্ডারী বলেন, ঐ জরুরি অবস্থা চলাকালে আরএসএস নেতারা গ্রেফতার হয়েছিলেন। জরুরি অবস্থা তুলে নেয়ার পর অনুষ্ঠিত নির্বাচনে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের ভরাডুবি হয়েছিল। অন্যদিকে শিবসেনা সভাপতি উদ্ভব থেকারে মুম্বাই পুলিশের উদ্দেশে ঐ ঘটনায় আটক পাকিস্তানী সন্ত্রাসী ওয়ালিদ জিন্নাহ এবং তার তিন সহযোগী সন্ত্রাসীর রূপরেখার প্রসঙ্গ উল্লেখ করেন। বোম্বে প্রেসক্লাবে গত শনিবার সাংবাদিকদের উদ্ভব বলেন, সন্ত্রাসীদের ফটোগ্রাফ রয়েছে মুম্বাইয়ে। শুধু ফটোগ্রাফ নয় তাদের ধরতে হবে।
তিনি মুম্বাইতে একটি জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলার দায়ে ২ জনকে দায়ী করা হয়। কিন্তু তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় পুলিশ। এটা অত্যন্ত লজ্জার কথা যে পর্যাপ্ত তথ্য-প্রমাণ এবং সন্ত্রাসী হামলার রূপরেখা প্রকাশ পাওয়ার পরও কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে। এটা একটি বড় ধরনের জোক বলেও অভিহিত করেন উদ্ভ থেকারে। তিনি বলেন, এটা মুম্বাইয়ের নিরাপত্তার জন্য কোন ভাল সংবাদ নয়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।