ভালকে সমর্থন এবং খারাপকে বর্জন করতে শিখুন ।
মানুষের ভালবাসা কত বিচিত্র! কেউ মায়াভরা চোখ দেখে, কেউ মিষ্টি গলা শুনে, কেউ মায়াবী হাসি দেখে ভালবাসে!! আমার ভালবাসা এরকম আংশিক নয়, তার মধ্যে কোন শর্ত নেই, সমালোচনা নেই, নেই ব্যঙ্গ বা অসন্তুষ্টি, দ্বিধা অথবা অতৃপ্তি।
তোমার সমস্ত অস্তিত্বই আমার অসম্ভব প্রিয়। তুমি সুন্দর কিন্তু তোমার সৌন্দর্যে ত্রুটি আছে, আমি তা স্বাভাবিক ভাবেই মেনে নিতে পারি। তুমি কোমল কিন্তু তোমার ভেতরের নিষ্ঠুরতাকেও সহ্য করার শক্তি আমি রাখি।
তুমি ভাল কিন্তু তোমার মন্দটাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিতে পারি।
তোমাকে পাবার আশা ক্ষীন তাই আমার ভালবাসায় যাতে কোন খুত না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখি, সেজন্য তুমি যে পথে হাটো সে পথটাকে আমি ভালবাসি, ভালবাসি যে বাতাসে তুমি নিঃশ্বাস ছাড়, যে পৃথিবীতে তুমি বাস কর। যাদের দ্বারা তুমি প্রতিপালিত ও উপকৃত হও। সৃষ্টিকর্তা যে মহান তোমাকে পাওয়ার পর আমি পরিপূর্ণ উপলব্ধি করি। কারন আমি যে জগতে ও কালে বেচে আছি, সে জগতে ও কালে তোমাকেও তিনি সৃষ্টি করেছেন।
তোমাকে সযত্নে লালিত করায় আমি প্রকৃতির প্রতিও কৃতজ্ঞ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।