আমাদের কথা খুঁজে নিন

   

ওয়ারিদ গ্রাহকদেরকে এয়ারটেলে গিফট, নো আউট গোইং, নো ইনকামিং, অলটাইম বিজি এন্ড বাংলালিঙ্ক স্টাইলে বিভ্রান্ত কারি প্যাকেজ

আমি ব্লগ লেখার চাইতে ব্লগ পড়তে ভাল বাসি।

ওয়ারিদরে ভালা পাইতাম, কেননা এই ওয়ারিদই মোবাইল রেট চার টাকা থেকে ঠ্যাং ধরে একটাকায় নামিয়ে এনেছে। হাজার পদের রেটের বদলে সিম্পল রেট কোন প্যাকেজের ঝামেলা নাই। নেটওয়ার্কে কিছু সমস্যা থাকলেও তা ইগনোর করা যেতো। কিন্তু এয়ারটেল আসার পর ওয়ারিদের অবস্থা যাচ্ছে তাই।

কোন জায়গায় কল করতে পারছিনা। আধিকাংশ ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে, ফোন গেলেও হয় ঐ পাস দিয়ে কথা শোনা যায়না অথবা এই পাস দিয়ে কথা শোনা যায়না। একটু পর পর ডিসকানেক্ট হয়ে যায়। কালকে সারা রাত নাকি আমার ফোন বিজি ছিল বলে জানিয়েছে আমার এক বন্ধু, কিন্তু আমি কালকে কোন কথাই বলতে পারিনি। কোন কম্পানি নতুন ভাবে আত্বপ্রকাশ করলে তার বিভিন্ন সারপ্রাইসজ দিয়ে শুরুকরে।

কিন্তু এয়ারটেল যে সারপ্রাইজটি দিচ্ছে তা এয়ারটেলের জন্য কতটুকো ভাল সে ব্যাপারে সন্দেহ আছে। কেননা ওদের সারপ্রাইস ই আমাকে ভাবিয়ে তুলেছে আমার তিন বছরের স্ট্যাবল কানেকশনটি বদলিয়ে ফেলার জন্য। বিঃদ্রঃ আমি শুধু আমার অভিজ্ঞতার কথা বললাম, অন্যান্য গ্রাহকদের কথা বলতে পারিনা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।