আমাদের কথা খুঁজে নিন

   

Happy Birth Day To My Papa শুভ জন্মদিন



Papa at first take my lots of Love. I Love you Papa Happy Birth Day Papa. সেখানে আকাশ... শুভ্র নীল ! বকের ডানায় মেঘ-কুয়াশা । অলস ভোরে জানালায় উঁকি দেয় রোদ । ঘুম থেকে জেগে উঠি... ''পাপা তুমি ডেকেছ তাই না ?'' দূর থেকেও খুব কাছের ডাক... আমার পাপা'র ডাক....... ডালের মধ্যে ভাত ডুবিয়ে নিলে কি মনে হয় জানো পাপা ? মনে হয়- সমুদ্র থেকে হাজার হাজার মুক্তো তুলে খাচ্ছি... অদ্ভুত অনুভূতি ! তুমি খেয় তোমারও এরকম মনে হবে । আধঘুমে পাপা'র মুখ দেখি ফেসবুকে । তারপর দিনের শুরু... মাঝে মঝে অভিমানে আটখানা হই । হবইতো আমি আমার পাপা'র সাথে অভিমান করি... করবইতো পাপা ভালো থাকো ভালোবাসায় সবসময়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।