আমাদের কথা খুঁজে নিন

   

একটা মুটামুটি হাসির কৌতুক। কিন্তু হাসির পরিমান কম হওয়ার কথা না।

চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। একটা মুটামুটি হাসীর কৌতুক। দেখেন তো কমন পড়ছে নাকি? কয়েক দিন আগে "অদ্ভুদেশ" নামের একটি দেশে একজন নিরীহ প্রকৃতির লোক কোন এক কারনে সম্পুর্ন নির্দোষ হবার পর ও মৃত্যুদন্ড প্রাপ্ত হয়েছে।

ঐ দেশের প্রচলীত নিয়মে তার ফাসীর হুকুম হয়েছে। ঐ লোকটির অনেক টাকা পয়সা এবং অনেক সরকার দলীয় বা বিরোধী দলীয় পলিটিক্যাল লবিং থাকলেও "অদ্ভুদেশ" "বাংলাদেশ" এর মতো না বলে দুই নম্বর ভাবে মৃত্যুদন্ড মওকুফের কোন অবৈধ রাস্তাই নাই। তো কি আর করা? লোকটি তারপর ও ঐ দেশের রাস্টপতির কাছে গেল। সব সত্যকথা তুলে ধরলো রাস্টপতির কাছে। মৃত্যুদন্ড মওকুফের আবেদন করলো।

রাস্টপতি ঐ লোকের কথা শুনলো এবং সে যে নির্দোষ তা বুঝতে পারলো। রাস্টপতি বললো সে ঘুস খায় না, দূনীতি করে না এবং তার কোন প্রসাসনিক ভয়ভীতি নাই তাই দেশের প্রচলীত আইনের উপর সে কোন ভাবেই হস্তক্ষেপ করবে না তাই কিছুই করার নাই। কিন্তু রাস্টপতি মৃত্যুদন্ড কার্যকরকারী জল্লাদ কে অনুরোধ করলো যে ঐ লোক যে ভাবে চায় সে ভাবেই যে মৃত্যুদন্ড কার্যকর করা হয়। মৃত্যুদন্ড কার্যকরকারী জল্লাদ ঐ লোক কে জিগ্ঞাস করলো কিভাবে মরতে চান? ঐ লোক বললেন আপনি ই নির্ধারন করেন আমার কিছু বলার নাই। মৃত্যুদন্ড কার্যকরকারী জল্লাদ পড়লো বিরাট সমস্যায়।

মৃত্যুদন্ড কার্যকরকারী জল্লাদ তার দয়ামায়াহীন ও বুদ্ধিহীন চিন্তা দিয়ে একটা অদ্ভুদ উপায় বের করলেন। সে একটা কুকুর নিয়ে আসলো এবং ঐ লোকটির কাছে বললো আপনি এই কুকুর টা কে যেভাবে হত্যা করবেন আমি ও ঠিক সেভাবেই আপনার মৃত্যুদন্ড কার্যকর করবো। লোকটি বললো জল্লাদ কে বললো "কথা ঠিক তো? ঐ পদ্ধতি ছাড়া অন্যকোন ভাবে আমাকে মৃত্যুদন্ড কার্যকর করা হবে না তো?" জল্লাদ বললো "কথা দিলাম"। লোকটি নিরপায় হয়ে ঐ কুকুর এর লেজ ধরে আছড়াতে আছড়াতে কুকুর টিকে মেরে ফেললো। এরপর জল্লাদকে এইভাব তার মৃতু্যদন্ড কার্যকর করতে বললো।

জল্লাদ মৃতু্যদন্ড কার্যকরের কোন উপায় খুজে পেলোনা। .................................................................................................................................................................... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.