আমাদের কথা খুঁজে নিন

   

ফান পোস্ট (ইয়েস, মেলা দিন পর )- পরীক্ষা যখন বিনোদন

My scars remind me that the past is real, I tear my heart open just to feel........

পরীক্ষা দেয়া নেয়া দুটাই চরম বিরক্তিকর! কিন্তু ইদানিং পরীক্ষা আমার জন্য বেশ বড়সড় একটা বিনোদনের উৎস হয়ে দাঁড়িয়েছে। সেরকম দুয়েকটা ঘটনা বলি আজকে! ****** পরীক্ষায় এক ছেলে দেখলাম কোরিলেশন কোফিশিয়েন্টের মান বের করেছে জিরো! নো প্রোবলেম, থিওরেটিকালি জিরো হতেই পারে এর মান লাই করেই -১ থেকে +১ এর মধ্যে (কয়েকজন অবশ্য নিজ প্রতিভায় ১০/১৫ হাজার পর্যন্ত ভ্যালু বের করে এসেছে)। কিন্তু হাসি পেল নিচের জিনিষটা দেখে। তো ওকে ডেকে বললাম, "১৬ কে ১৬ দিয়ে ভাগ করলে জিরো হয়?" ছেলে উত্তর দিলো, "স্যার ঠিকই তো আছে, কেন ভুল হয়েছে?" আমি আবার বললাম "এটা হয়েছে? জিরো হবে?" ছেলের উত্তর "স্যার ঠিকই তো আছে, ক্যালকুলেটরে আরেকবার চেক করে দেখি?" ***** যারা স্ট্যাটিসটিক্স সামান্যও জানেন, তারা মনে হয় স্যাম্পল, পপুলেশন শব্দগুলোর সাথে পরিচিত! যাই হোক, পপুলেশন থেকে স্যাম্পল ড্র করার বেশ কিছু পদ্ধতি আছে, ক্লাসে মাত্র ৪/৫টা মেথড পড়িয়েছিলাম, তাও ডিটেইলস না খালি শর্টকাটে মেথডের বর্ণনা! ভুলটা মনে হয় আমিই করেছি, প্রশ্নে ড্র শব্দটা ব্যবহার করে। পরীক্ষায় প্রশ্ন দিয়েছিলাম ** মেথডে স্যাম্পল ড্র করার প্রসিডিউর সংক্ষেপে আলোচনা কর! খাতা চেক করতে যেয়ে দেখি অন্তত ১০% স্টুডেন্ট নরমাল কার্ভ এঁকে এসেছে ঐ প্রশ্নের উত্তরে! একজন আরেক কাঠি সরেস, সে প্রসিডিউরে পয়েন্ট আকারে লিখেছে প্রথমে ফ্রেশ একটা গ্রাফ পেপার নিতে হবে, তারপর স্টেপ টু-তে এক্স আর ওয়াই এক্সিস আঁকতে হবে তারপর ফাইনালি পয়েন্ট বসিয়ে ফ্রি-হ্যান্ডে বা স্কেল ইউজ করে পয়েন্টগুলো যোগ করলেই স্যাম্পল ড্র করা হয়ে যাবে! ***** লাস্ট ঘটনা দুইটা আমার না (আমি আসলেই লাকি) এক কলিগের কাছে শুনলাম, এক স্টুডেন্ট পরীক্ষা দিতে পারেনি অসুস্হতার জন্য! তো সেই স্টুডেন্টকে বলা হল, টিচারের কাছে এপ্লিকেশন লিখতে মেডিকেল সার্টিফিকেট সহ! সে ডিটেইলস আর কি লিখেছে জানিনা, শুধু স্টার্টিংটা দেখেন নিচে, To The Headmaster ............... ................ ***** গতকালকে আরেক কলিগ দেখালেন, কয়েকটা ছেলে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দিতে পারেনি প্রচন্ড সর্দি আর হালকা জ্বরের জন্য! সমস্যা হল কি, সবাই কেন জানি একই ডাক্তারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট নিয়ে এসেছে। এবং সেই ডাক্তার একজন গাইনি ডাক্তার!!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।