আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে বহুল প্রতিক্ষীত ফটোওয়াক হতে যাচ্ছে আগামীকাল.........

"জেগে উঠুক তারুন্য,জেগে উঠুক স্বপ্ন,জেগে উঠুক মনুষ্যত্ব.........."

বহু দিন ধরেই জল্পনা কল্পনা চলছিল এ ফটোওয়াক নিয়ে। ৩ রা ডিসেম্বর শেষ ফটোওয়াকের পর অনেকেই বলতে লাগল পরবর্তীতে কবে আবার হবে ফটোওয়াক?? অনেকেই পরে ছবি ব্লগ দেখে উতসাহিত বোধ করেছেন এবং যেতে আগ্রহ প্রকাশ করেছেন। আগামীকালের স্থান নিয়ে এবার বেশ আলোচনা হয়। প্রথমে কথা ছিল রমনা চার্চ হয়ে শিশুপার্ক। ঢাকার বাহিরে যাওয়ার কথাও হয়েছিল,কিন্তু নানা প্রতিকূলতার মাঝে আর সেসব জায়গা ঠিক হয়নি।

১৬ ডিসেম্বর ব্লগ আড্ডা শেষে একজন আমাদের পাঠশালা নামে একটি দাওয়াত পত্র ধরিয়ে দেয়। শুরুতে কিছুই জানতাম না। পরে শুনলাম এক মহান ব্যক্তির গল্প যিনি সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের জন্য এক মহতী প্রকল্প হাতে নিয়েছেন। কাল তারই বর্ষ্পূর্তি অনুষ্ঠান। ওখানেই যাচ্ছি এবার ফটোওয়াকে।

ছুটির একটা দিন কাটবে কিছু শিশুর সাথে যারা দিন কাটায় অসহনীয় কষ্টে। ওদের প্রতি দায়বদ্ধতা হয়তো একটুও কমবে না, তবে ওদেরকে হয়তো নতুন করে উপল্পব্ধি করার সুযোগ পাব। তাদের জন্য কিছু করার নতুন উদ্যোগ পাব। তাই যারা আগ্রহী তাদেরকে বলছি চলে আসুন আমাদের সাথে। ও ভাল কথা, সেখানে আশা করছি খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

- - - - স্থান- আমাদের পাঠশালা ঠিকানা- বাড়ী- ৪০, লাইন-২৫, ব্লক-ডি,পল্লবী,মিরপুর-১২, ঢাকা. সময়- সকাল ৯.৩০ এ উপস্থিতি (সরাসরি আমাদের পাঠশালায়) ফোন- ক্যামেরাম্যান-০১৯১২০৪৩৫৩০, বিদ্যাসাগর-০১৬১৫৭১৭৯৯৯ আরো জানতে- ব্লগীয় ফটোওয়াক - ২৫শে ডিসেম্বর ২০১০ (ক্যামেরাম্যান) শিরোনামহীন ফার্স্ট টাইম ইন মিরপুর! পারফর্ম করবে আমাদের পাঠশালায় ২৫শে ডিসেম্বর! (কৌশিক) ৩য় ব্লগ ফটোওয়াক - ( বিদ্যাসাগর) আমাদের পাঠশালা, একটি সামাজিক দায়বদ্ধতার বীজবপন। আড্ডা আর উদ্যোগের গল্প আমাদের একটা স্বপ্নের পাঠশালা শিশুর প্রথম বিদ্যালয়, প্রথম শিক্ষক কেমন হওয়া উচিত? শনিবার এগারোটায় চলুন নিজের চোখে দেখে আসি! আমাদের পাঠশালার জন্য, পাঠশালায় আড্ডা ও মুড়ি পিয়াজুর নিমন্তণ আমাদের পাঠাশালার নববর্ষের আয়োজন দেখে মুগ্ধ আমাদের পাঠশালা আয়োজন করেছে নববর্ষের মঙ্গল শোভাযাত্রা আমাদের পাঠশালা'র নববর্ষ র‌্যালী ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।