সভ্যতা প্রসূত উচ্চমার্গীও অমরতার প্রলুব্দে পৃথিবীর সর্বোত্তম প্রাণীকুলের বিলুপ্তির মহাকাব্যিক আয়োজন চূড়ান্ত । অর্থহীন ধনতান্ত্রিক প্রতিযোগিতা, শিকড় ভোলানো তাত্ত্বিক কুমন্ত্রনা, প্রজ্ঞার অস্থির নৈসর্গিকতা, মানবীয় সত্ত্বার অসভ্য লেবাস, ক্ষয়িষ্ণু সমাজের সূনিপুণ ধ্বংসযজ্ঞ, সাফল্য অর্জনের লোভনীয় সবক, আকাঙ্ক্ষিত লালসায় সত্ত্বার বিকাশে আত্মিক বিসর্জনের মহামারী, নন্দিত নৃতত্ত্বের অনান্দনিক নগ্নতা, অনাহুত নিন্দুকের ক্রমাগত উৎপাদন, বিদগ্ধ সৌন্দর্যের আপ্লুত হাহাকার, বস্তবাদের পূর্ণতায় সাম্যবাদের বিলুপ্ততা, অসুরের দাপানিতে সুরের হাঁপানি, দানবীয় হুঙ্কারে মানবীয় সৎকার, শারীরিক চাহিদায় মানসিক পরাজয়, বিকশিত ধ্বংসে জাতীয় সত্তায় বিজাতীয় আগ্রাসনে সৃষ্টির বিনাশ, সৃষ্টির মোহে স্রষ্টা অস্বীকার, আদিমতার প্রশ্রয়ে শুদ্দতা পরিহার, সব কিছু পেতে গিয়ে শূন্যতা আবিস্কার ।
তারপর ও
ইহাই সভ্যতা
ইহাই সান্ত্বনা
ইহাই পূর্ণতা
ইহাই স্বস্তি
ইহাই বন্ধনা
ইহাই প্রেরনা ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।