আমাদের কথা খুঁজে নিন

   

Symphony Xplorer W15 মোবাইল প্যার্টান লক খুলে জিতে নিন মাত্র ৫০/- (পঞ্চাশ) টাকা।

অনেক দিন পড়ে টিউন লিখতে বসলাম তাও আবার আমার সমস্যা নিয়ে। কারণ যখনই কোন না কোন সমস্যায় পড়ি তখনই মনে হয় যেন টেকটিউনসে একটা পোষ্ট দিলে মনে হয় আমার সমস্যার সমাধান হবে। আমার বিশ্বাস এই সমস্যাটাও আমি আপনাদের মধ্যে থেকেই তার সমাধান পাব। এবার কাজের কথায় আসি আমার মোবাইল টা  Pattern Lock করে একটা লোকের কাছে দিয়ে ছিলাম। কিন্তু পড়ে এসে দেখি  ইউজার নেইম এবং পাসওয়ার্ড চায়  এখন আমার ইমেইল বা পাসওয়ার্ড দিলে Errar দেখায় এবং বলিয়ম+পাওয়ার বাটন এক সাথে চাপলে নিচের চিত্রর মত আসে

কিন্তু উপরের তিনটি অপশন সিলেক্ট করা যাচ্ছে না।

যদি কোন সদয়বান লোক আমার এই উপকার করেন তাহলে চিরকৃতঞ্জ থাকিব। আর সেই সাথে তাকে তার মোবাইলে ৫০/- (পঞ্চাশ) টাকা তার মোবাইলে দেওয়া হইবে।
বিঃদ্রঃ কমান্ড করার পূর্বে আপনি আপনার মোবাইল নম্বরটি অবসই দেবেন। আর আমি গরীব মানুষ ভাই তাই পঞ্চাশ টাকার কথা বললাম। আমার এই কথাতে কোউ কোন মনে কষ্ট নিবেন না।


সোর্স: http://www.techtunes.com.bd/

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।