বলিউড অথবা হলিউড, দুই চলচ্চিত্রজগতেই এমন সেলিব্রিটি বন্ধুযুগল রয়েছেন, যাদের বন্ধুত্ব বরাবরই আলোচনার শীর্ষে থাকে। ৪ অগাস্ট বিশ্ব বন্ধু দিবস উপলক্ষে এমনই কয়েকজনের বন্ধুত্ব নিয়ে এবারের আয়োজন।
শাহরুখ-সালমান
বলিউডি জগতে বন্ধুত্বের কথা বললে প্রথমে যে সেলিব্রিটিযুগলের কথা মাথায় আসে তারা হলেন অভিনেতা শাহরুখ খান এবং সালমান খান। ওই দুই সেলিব্রিটি একসঙ্গে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘করন অর্জুন এবং ‘কুচ কুচ হোতা হ্যায়’।
তবে ২০০৮ সালে সালমানের সাবেক প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনের পার্টিতে তাদের বন্ধুত্বে ফাটল ধরে। শুরু হয় শত্রুতা। আর তাদের ওই দ্ব›দ্ব নিয়ে বলিউডি জগতে মসলাদার কাহিনিরও কমতি নেই। তবে রমজানের এই মওসুমে বাবা সিদ্দিকির ইফতার পার্টিতে অতীতের সব তিক্ততা ভুলে একে অপরকে বুকে জড়িয়ে ধরেন। এরপর থেকে দুই খান বন্ধুতে পরিণত হয়েছেন।
শাহরুখ-ফারাহ খান
বলিউডে আলোচিত দুই বন্ধু হলেন শাহরুখ খান এবং পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। তবে শাহরুখের ‘রাওয়ান’ সিনেমার শুটিংয়ের সময় থেকে তাদের বন্ধুত্বে উষ্ণতা কমতে শুরু করে। ফারাহ্র স্বামী শিরিষ কুন্দরের সঙ্গে সিনেমা চলাকালীন শীতল যুদ্ধ শুরু হয় শাহরুখের। ঘটনার একমাস পর শাহরুখের সঙ্গে সব মিটিয়ে নিতে তার বাসায় হাজির হন ফারাহ এবং তার স্বামী শিরিষ। এখন ফারাহ্র পরবর্তী সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’-এও কাজ করার প্রস্তুতি নিচ্ছেন শাহরুখ।
প্যারিস হিল্টন-লিন্ডসে লোহান
হলিউডে এই মুহূর্তের অন্যতম আলোচিত বিষয় হল, অভিনেত্রী প্যারিস হিল্টন এবং প্রবলেম সেলিব্রিটি লিন্ডসে লোহানের বন্ধুত্ব। তারা দুজন ছোট বেলা থেকেই ভালো বন্ধু। তবে ২০০৬ সালে একটি অনুষ্ঠানে লিন্ডসেকে কটু কথা বলেন প্যারিস। সেই থেকেই তাদের বন্ধুত্বে ফাটল ধরতে শুরু করে। ২০০৮ সালে অ্যাভালনে প্রি-গ্র্যামি অনুষ্ঠানে সকলের সামনেই তাদের মধ্যে ঝগড়া হয়।
আর সেই থেকেই শত্রুতা শুরু হয় তাদের মধ্যে।
ক্রিস্টেন স্টুয়ার্ট-কেটি পেরি
হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্টের সাবেক প্রেমিক রবার্ট প্যাটিনসনের জের ধরে ক্রিস্টেনের ভালো বন্ধু পপতারকা কেটি পেরির সঙ্গে তার সম্পর্কে ফাটল শুরু হয়। কেটির সঙ্গে রবার্টেরও বেশ ভালোই বন্ধুত্ব ছিল। তবে ক্রিস্টেনের সঙ্গে প্যাটিনসনের সম্পর্কে ফাটল ধরার পর ক্রিস্টেন মনে করেন কেটি তাদের সম্পর্কের শীতলতার সুযোগ নিচ্ছে। কেটি এবং প্যাটিনসনকে নিয়ে প্রেমের গুজবও শোনা যাচ্ছে বেশ কদিন ধরেই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।