আমাদের কথা খুঁজে নিন

   

স্বরূপকাঠিতে তিন জামায়াতকর্মী গ্রেপ্তার

স্বরূপকাঠি থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, বুধবার খুব সকালে হেফাজতে ইসলাম ও যুদ্ধাপরাধ মামলায় ফাঁসির আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীর ছবি সম্বলিত পোস্টার লাগানোর সময় এ তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
এরা হলেন- উপজেলার বালিহারি গ্রামের মো. জাকির হোসেন (৪২), সুটিয়াকাঠি গ্রামের মো. মিরাজুল হক (২৬) ও বরকতউল্লাহ (১৫)।
ওসি বলেন, “পোস্টারে সরকারবিরোধী কথা লেখা ছিল যা অপরাধমুলক কর্মকাণ্ড, তাই তাদের আটক করা হয়েছে।”  
তিনি আরো বলেন, আটককৃতদের কোর্টে পাঠানোর সময় উপজেলা বাসস্ট্যান্ডের সামনে বিএনপি ও জামায়াতকর্মীরা জড়ো হলে সেখানে উপস্থিত আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদেরকে পিরোজপুরের আদালতে নিয়ে আসে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।